
ঢাকা: বেসরকারি খাতের জন্য একটি পেনশন পদ্ধতি চালুর চিন্তা করছে সরকার। বয়স্ক মানুষের কথা ভেবে এ চিন্তা করা হচ্ছে বলে বৃহস্পতিবার বাজেট প্রস্তাবনার বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানিয়েছেন।
অর্থমন্ত্রী বলেন, ‘পেনশন ব্যবস্থায় আমরা আমূল পরিবর্তন আনার কথা ভাবছি। এতে ভবিষ্যতে যোগদানকারী সকল সরকারি চাকরিজীবীর জন্য বিদ্যমান পেনশন পদ্ধতি পরিবর্তন করে অংশীদারিত্বের ভিত্তিতে পেনশন পদ্ধতি চালু করব।’
তিনি বলেন, ‘পর্যায়ক্রমে আধা-সরকারি ও ব্যক্তিখাতে আনুষ্ঠানিকভাবে এবং অনানুষ্ঠানিক বা স্ব-কর্মসংস্থানে নিযুক্ত কর্মজীবীসহ সকল স্তুরের জনগোষ্ঠীর জন্য সরকার নিয়ন্ত্রিত একটি সমন্বিত কাঠামোর আওতায় সার্বজনীন পেনশন ব্যবস্থা প্রণয়নের পরিকল্পনা গ্রহণ করেছি।’
তিনি জানান, ডিপিএস ব্যবস্থা যেভাবে বেসরকারি খাতে একটি পেনশন সুযোগ করে দিয়েছে, এটাকে সার্বজনীন করার জন্য কি ব্যবস্থা নেয়া যায় সেটিই হবে নতুন পরিকল্পনার ভিত্তি।
অর্থমন্ত্রী বলেন, ‘এ ব্যবস্থায় একদিকে যেমন প্রবীণদের আর্থিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত হবে, অন্যদিকে দেশের আর্থিক খাতের গভীরতা নিশ্চিতসহ দীর্ঘমেয়াদী বিনিয়োগ চাহিদা পুরণে সহায়ক তাহবিল সৃষ্টি করবে।’
নিউজনেক্সটবিডি ডটকম/এমআই/জাই