
ঢাকা: বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জটিলতা দেখা দিলে তা দ্রুত সমাধানের লক্ষ্যে পর্যবেক্ষক বসানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। একই সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন -২০১০ সংশোধনের উদ্যোগও নেয়া হয়েছে।
রোববার রাজধানীর শেরে বাংলা নগরের ইউজিসি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউজিসির চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান এ তথ্য জানান।
তিনি বলেন, ‘বাংলাদেশে জঙ্গিবাদ বেসরকারি বা সরকারি বিশ্ববিদ্যালয়ের সমস্যা নয়। এই সমস্যা শুধুমাত্র মাদ্রাসা ছাত্রদের মধ্যেও সীমাবদ্ধ নয়। সাম্প্রতিক ঘটনাবলি প্রমাণ করে এই সমস্যা দেশের সকল ধরনের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যমান।’
আবদুল মান্নান বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য থেকে দেখা যাচ্ছে জঙ্গিবাদের সমস্যা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কোনো কোনো সরকারি বিশ্ববিদ্যালয়ে আরও বেশি। এটিকে দেখতে হবে একটি জাতীয় সমস্যা হিসেবে।’
তিনি বলেন, ‘এই মুহুর্তে আমাদের সব থেকে বেশি প্রয়োজন জঙ্গিবাদ পবিত্র ইসলাম ধর্মের শিক্ষার সম্পূর্ণ পরিপন্থী সেই সম্পর্কে নতুন প্রজন্মের মাঝে গণসচেতনতা গড়ে তোলা এবং এই সমস্যা দূর করতে তাদের সম্পৃক্ত করা।’
ইউজিসির চেয়ারম্যান বলেন, ‘সমস্যা সমাধানের প্রথম পদক্ষেপ হিসেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আগামীকাল ১ আগস্ট দেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ ও বাংলাদেশ আরবী বিশ্ববিদ্যালয়ের অধীনে মাদ্রাসায় সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জঙ্গিবাদ বিরোধী সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করেছে।’
ইউজিসি চেয়ারম্যান আশা প্রকাশ করেন, সারাদেশের প্রায় ৪৫ লাখ মানুষ এ কর্মসূচিতে অংশ নেবেন। কর্মসূচির অংশ হিসেবে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হবেন জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৫টি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।
এছাড়া সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবাদসহ যে কোনো অশুভ তৎপরতা বন্ধে ইউজিসির ৩ সদস্য বিশিষ্ট মনিটরিং কমিটি কাজ করবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
আবদুল মান্নান বলেন, ‘উদ্ভুত পরিস্থিতিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাড়ি ভাড়া দেয়া নিয়ে হয়রানি করা হচ্ছে। যা মোটেই কাম্য নয়। তারা সবাই আমাদের সন্তান। আবাসন ব্যবস্থার অপ্রতুলতার কথা চিন্তা করে বাড়ির মালিকদের বিষয়টি মানবিকভাবে দেখার আহবান জানাচ্ছি।’
সংবাদ সম্মেলনে ইউজিসি চেয়ারম্যান ছাড়াও ৫ জন স্থায়ী সদস্য ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস