
ঢাকা: জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করতে সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মনিটরিং সেল গঠনের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
বৃহস্পতিবার ইউজিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে সব বেসরকারি বিশবিদ্যালয়কে সেল গঠন সংক্রান্ত অফিস আদেশের (সদস্যদের নাম ও পদবি) কপি ইউজিসিতে পাঠাতে বলা হয়েছে।
এছাড়া সেলের কার্যক্রম সংক্রান্ত মাসিক প্রতিবেদন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতেও বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।
এর আগে গত ৩১ জুলাই (রোববার) বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জটিলতা দেখা দিলে তা দ্রুত সমাধানের লক্ষ্যে পর্যবেক্ষক বসানোর সিদ্ধান্তের কথা জানান ইউজিসির চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান।
ইউজিসি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন -২০১০ সংশোধনের উদ্যোগের কথাও জানান তিনি। এছাড়া সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবাদসহ যে কোনো অশুভ তৎপরতা বন্ধে ইউজিসির ৩ সদস্য বিশিষ্ট মনিটরিং কমিটি কাজ করবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস