
ঢাকা: স্থানীয় বাজার সম্প্রসারণ ও আন্তর্জাতিক বাজারে রফতানি শক্তিশালীকরণে নতুন ২৪টি স্থায়ী কমিটি গঠন করেছে তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। বুধবার বিকেলে সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবায় স্থানীয় বাজার সম্প্রসারণ ও আন্তর্জাতিক বাজারে রফতানি শক্তিশালীকরণে ও বিশেষায়িত খাতে আলাদা স্থায়ী কমিটির মাধ্যমে সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ২৪টি স্থায়ী কমিটি গঠন করেছে বেসিস।
মঙ্গলবার বেসিস সভাপতি মোস্তাফা জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত নবনির্বাচিত বেসিস কার্যনির্বাহী পরিষদের তৃতীয় সভায় সদস্যদের আগ্রহের ভিত্তিতে ও প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে কমিটির তালিকা ঘোষণা করা হয়েছে। একইসাথে প্রতিটি কমিটিতে বেসিসের দুজন পরিচালককে দায়িত্ব দেয়া হয়েছে। এসব কমিটির সুপারিশসমূহ বেসিস কার্যনির্বাহী পরিষদ ও সদস্যরা বাস্তবায়ন করার জন্য কাজ করবে।
সভায় ডিজিটাল কমার্স, ডিজিটাল মার্কেটিং, স্থানীয় বাজার (পলিসি), স্থানীয় বাজার (বাজার তৈরি), মোবাইল অ্যাপস ও গেইমস, ডিজিটাল গভর্নেন্স, আন্তর্জাতিক বাজার (আউটসোর্সিং), কল সেন্টার ও বিপিও, অবকাঠামো, মানবসম্পদ উন্নয়ন, গ্রাফিক ও অ্যানিমেশন, ডিজিটাল সিকিউরিটি, আরঅ্যান্ডডি, ডিজিটাল এডুকেশন, মেম্বার সার্ভিসেস, আইওটি অ্যান্ড এমবেডেড টেকনোলজি, ওয়েব অ্যান্ড ক্লাউড অ্যাপ্লিকেশন, অ্যাক্সেস টু ফিন্যান্স অ্যান্ড নিউ ইনভেস্টমেন্ট, স্টার্টআপ, ভ্যালু অ্যাডেড সার্ভিস (ভ্যাস), পিআর অ্যান্ড পাবলিকেশন, আইপিআর, উইমেন ইন আইটি ও মেম্বার ওয়েলফেয়ার সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।
বিভিন্ন স্থায়ী কমিটির দায়িত্বপ্রাপ্ত পরিচালকগণ হলেন- বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি রাসেল টি আহমেদ, সহ-সভাপতি এম রাশিদুল হাসান, ফারহানা এ রহমান, পরিচালক উত্তম কুমার পাল, মোস্তাফিজুর রহমান সোহেল, সৈয়দ আলমাস কবীর, সোনিয়া বশির কবির ও রিয়াদ এস এ হোসেন।
প্রতিবেদক- এম. রেজাউল করিম, সম্পাদনা-জাহিদুল ইসলাম