
ঢাকা: বাংলাদেশ এসোসিয়েশন অফ সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেসকে (বেসিস) নিয়ে নেতিবাচক কোন সংবাদ প্রচার না করার জন্য অনুরোধ জানিয়েছেন জামান আইটি’র প্রধান নির্বাহী ও দি চেইঞ্জ মেকার্স প্যানেলের সদস্য জামান খান। ২৫ জুন অনুষ্ঠিতব্য বেসিস ২০১৬-১৯ মেয়াদের নির্বাচন উপলক্ষ্যে ‘খোলা চিঠি’ শিরোনামে এক ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি এই অনুরোধ জানান।
জামান ওই পোস্টে লিখেন, ‘ইদানিং সাংবাদিক ভাইয়েরা অনেকে এই ধরনের সমালোচনার সাথে যুক্ত হয়েছেন। কেউ কেউ অন্য প্যানেলের সম্পর্কে কোন নেগেটিভ রিপোর্ট লিখে আমাদের সাথে শেয়ার করে দেন। আজ একজন আমাকে ফেসবুক এ একটা লিঙ্ক দিল। খবরটা পরে আমার প্রথমে যেটা মনে হয়েছে, যদি সত্যি হয়ে থাকে খবরটা তাহলে এতদিন ধরে এটা প্রচার না করে যখন নির্বাচন তখন কেন প্রচার করতে হবে? এটা কি সাংবাদিক ভাইদের ভিজিটর বাড়ানোর নতুন কোন কৌশল। যে সাংবাদিক ভাই খুশি মনে আমাকে লিঙ্কটা দিলেন তিনি কি জানেন উত্তম ভাই এর সাথে আমার সম্পর্কটা কেমন।’
তিনি বলেন, ‘উত্তম দা আমার খুব পছন্দের এবং খুব কাছের একজন মানুষ। নির্বাচনের কারণে আমরা আলাদা প্যানেল থেকে লড়ছি কিন্তু দিন শেষে আমরা এক। গত ৪ বছর উনি বেসিসের জন্য কাজ করেছেন। এটা ভুলে গেলে চলবে না। এবার যারা নির্বাচিত হবে তারা ৩ বছর পর যদি এই ধরনের কোন নিউজ করে, তবে মানুষের জন্য, আইটি সেক্টরের জন্য কাজ করার আগ্রহ তার সারাজীবনের জন্য নষ্ট হয়ে যাবে। তাই সাংবাদিক ভাই ও বন্ধুদের, বেসিসকে নিয়ে কোন নেগেটিভ খবর প্রচার না করার জন্য অনুরধ করছি। আমাদের আইটি সেক্টর মাত্র দাঁড়াচ্ছে। আপনারা যখন লিখেন তখন শুধু বেসিসের মেম্বাররা পড়ে না, সারাদেশের ও বিদেশের ভাইরাও খবরটা পরে। এতে করে বেসিসের শুধু না, আইটি সেক্টরের ভাবমূর্তি ও ক্ষুণ্ণ হয়।
অপর প্যানেলের নেতৃত্ব প্রদানকারী তথ্য ও প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বারকে অভিনন্দন জানিয়ে তিনি লিখেন, যে মানুষটাকে নিয়ে না লিখলেই নয় তিনি আমাদের জব্বার ভাই। আমি কম্পিউটার কেনার পর যা আমি প্রথম দেখেছি, তা হচ্ছে উইন্ডোজ ও বিজয় বাংলা। বাংলা কী-বোর্ড দিয়ে এক সময় টাইপ করার চেষ্টা করতাম। কম্পিউটার কেনার আগে ভাবতাম কম্পিউটারের সব কিছু বোধ হয় বিদেশিরাই করে। কিন্তু জব্বার ভাই আমার এই ধারনা পাল্টে দিয়েছেন। আমি উনার ছবি দেখেই প্রথম জানতে পারি যে কম্পিউটার বিশ্বে বাংলাদেশ আর পিছিয়ে নেই। সেই মানুষটাকে নিয়ে যখন কোন বাজে মন্তব্য শুনি, আমার ভাল লাগে না। একটা মানুষের অবদান অস্বীকার করতে আমরা এত আগ্রহী কেন? হতে পারেন উনি আমার বিপরীত প্যানেলে আছেন, কিন্তু তাতে করে উনার প্রতি আমার সম্মান এতটুকু কমে নাই। আমি উনাকে ধন্যবাদ দিতে চাই এবারের নির্বাচনে অংশগ্রহণের জন্য।
জামান খানের সম্পূর্ণ ফেসবুক পোষ্টটি পড়তে ক্লিক করুন।
নিউজনেক্সটবিডি ডটকম/আরকে/এমএস/এসজি