
সাতক্ষীরা: শ্যামনগর উপজেলায় খোলপেটুয়া নদীর বেড়িবাধ সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আইলা দুর্গত পদ্মপুকুর ইউনিয়নবাসী। ইউনিয়নের কামালকাটি গ্রামে ভাঙ্গন কবলিত বেড়িবাধের উপর স্থানীয় একতা যুব সংঘ ও ইউনিয়ন পরিষদ শুক্রবার এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, আইলার পর সাত বছর অতিবাহিত হয়েছে। তবে উপকূলবাসীকে রক্ষায় আজও স্থায়ী বেড়িবাধ নির্মাণে কোন দৃশ্যমান উদ্যোগ নেয়া হয়নি। এতে উপকূলবাসী প্রতিনিয়ত হুমকির মুখে জীবনযাপন করছে। আইলা দুর্গত দ্বীপ ইউনিয়ন পদ্মপুকুরের কামালকাটি, ঝাপা, পাতাখালী, বন্যতলা গ্রামের কয়েক কিলোমিটার এলাকার বেড়িবাধে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে।
একতা যুব সংঘের সভাপতি উত্তর কুমার মন্ডলের সভাপতিত্বে মানববন্ধন অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আতাউর রহমান, ইউপি সদস্য আব্দুর গফুর, ইউপি সদস্য আজিজুল ইসলাম, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের সভাপতি মারুফ হোসেন মিলন, প্রধান শিক্ষক পুলিন চন্দ্র মন্ডল, শিক্ষক অসীম কুমার মন্ডল, বিশ্বজিৎ মন্ডল, জাকির হোসেন, কাজী মিন্টু।
নিউজনেক্সটবিডি ডটকম/এমএস/এসজি