
ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববারের চেয়ে সোমবার লেনদেন বেড়েছে। তবে এদিন অধিকাংশ সূচক কমেছে।
ডিএসইতে আজ ৩১৬ টি কোম্পানির ৮ কোটি ৭৫ লাখ ২১ হাজার ৭৩৯ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৩৬৩ কোটি ৭৮ লাখ ৬৫ হাজার ৯৯০ টাকা। যা আগের দিনের চেয়ে ৩১ কোটি ৮০ লাখ টাকা বেশি।
ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৪.০০ পয়েন্ট কমে ৪৪০৫.৪০ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ০.৮৮ পয়েন্ট কমে ১৭৩৬.৫২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক পয়েন্ট ১.৭১ বেড়ে ১০৮৫.১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ৩১৬ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৮ টির,কমেছে ১৪৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টি কোম্পানির শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: অ্যাকমী ল্যাব, বিএসআরএম লিঃ, লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, ওরিয়ন ইনফিউশন, শাহাজীবাজার পাওয়ার, অলিম্পিক এক্সেসরিজ, লিন্ডে বিডি, বিবিএস ও অলিম্পিক ইন্ডাঃ।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: ইবনে সিনা, খান ব্র্রাদার্স, ওরিয়ন ইনফিউশন, আইএফআইসি ১ম মি. ফা., ইউনাইটেড ইন্সুঃ, ইবিএল ১ম মি.ফা., ইবিএল এনআরবি মি. ফা., এনসিসিবিএল মি. ফা-১, ১ম প্রাইম ফাইন্যান্স মি. ফা. ও ইস্টল্যান্ড ইন্সুঃ।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: পূরবী জেনারেল ইন্সুঃ, আইএফআইসি, জিলবাংলা সুগার, সিটি ব্যাংক, সাভার রিফ্রেক্টরিজ, রহিমা ফুড, প্যারামাউন্ট টেক্সটাইল, আইএসএন লিঃ, অ্যাকমি ল্যাব ও বিডি অটোকারস।
নিউজনেক্সটবিডি ডটকম/জাই