বৈরী আবহাওয়ায় ছোট লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা

বরিশাল: সকালে বৈরী আবহাওয়ার কারণে বরিশালের অভ্যন্তরীণ রুটে ছোট লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বরিশাল নৌ-বন্দরের কর্মকর্তা এবং নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।
এ নিষেধাজ্ঞার আওতায় ৬৫ ফুটের চেয়ে ছোট কোনো লঞ্চ বৈরী আবহাওয়ায় চলাচল করতে পারবে না। তবে এর চেয়ে বড় লঞ্চগুলোর চলাচলে কোনো বাধা নেই। তবে সেগুলোকে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলাচল করতে বলা হয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/এমআইআর/এসআই