
ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচ হিথ স্ট্রিকের বিদায়ের পর থেকেই নতুন কোচ খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
কিছুদিন আগে পাকিস্তানের সাবেক পেস বোলার আকিব জাভেদকে বোলিং কোচ হিসেবে বিসিবির পক্ষ থেকে প্রস্তাবও দেয়া হয়, বর্তমান চাকরিতে আগ্রহী থাকায় বিসিবির প্রস্তাবে সাড়া দেননি জাভেদ। এরপর থেকে অন্যদের সাথে কথা চালিয়ে যায় বিসিবি।
ইতিমধ্যে একজনকে বোলিং কোচের জন্য চূড়ান্তও করে ফেলেছে বিসিবি। তবে এখনই তার নামটা বলতে চাচ্ছেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, সে অনুরোধ করছে যাতে এখনই তার নাম ঘোষণা করা না হয়। হঠাৎ করে ওদের বোর্ড শুনবে যে অন্যত্র চলে যাবে সে এটা চায় না। আশা করছি সে চলতি মাসের শেষ দিকে যে কোনো দিন চলে আসবে।’
বুধবার বোলিং কোচ প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ‘বোলিং কোচ একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। অনেক দিন ধরেই আমরা খোঁজাখুঁজি করছিলাম। কাকে নিবো তাকেও ফাইনাল করেছি। কিন্তু আমরা এখনই তার নামটা ঘোষণা দিতে পারছি না। সে এখন একটা জায়গায় আছে, এ মাসের শেষ দিকে তার চুক্তি শেষ হওয়ার কথা।
নিউজনেক্সটবিডি ডটকম/হাজি/জাই