সাম্প্রতি আমার নামে একটি অসত্য বিজ্ঞাপন জাতীয় গণমাধ্যমগুলিতে প্রকাশিত হয়েছে। অসত্য সেই বিজ্ঞাপনের প্রতিবাদ জানাই।
আমি ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান, মহাব্যবস্থাপক হিসেবে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লি.- এ ৩০ নভেম্বর ২০২২ তারিখ পর্যন্ত কর্মরত ছিলাম । উক্ত কোম্পানিতে আমি এপিল, ২০১৫ সালে যোগদান করি।
ক্যারিয়ারের দীর্ঘ আট বছর ন্যায় নীতি ও নিষ্ঠা দিয়ে আমার উপর অর্পিত সকল দায়িত্ব সুনামের সাথে পালন করি। আমার সাথে মানবিক ও নীতি বিরোধীতার দ্বন্ধ – এর কারণে মালিক পক্ষের প্রস্তাবের ভিত্তিতে অফিসের সাথে দেনা পাওনা পরিশোধ করে ২০২২ সালের ডিসেম্বর মাসের ১৭ তারিখ সকল কার্যক্রম থেকে নিজেকে গুটিয়ে নেই।

নিজের মত অন্য প্রতিষ্ঠানের চাকুরীর চেষ্টা করে যাচ্ছিলাম। ঠিক তখনই গত ৩১ জানুয়ারি ২০২৩ তারিখে দৈনিক নিউএইজ সহ বাংলাদেশের বেশ কিছু গণমাধ্যমে আমার ছবি সহ একটি বিজ্ঞাপন দেখে বেশ অবাক হয়েছি।
যাদের জন্য ক্যারিয়ারের সব চেয়ে গুরুত্বপূর্ণ ৮টি বছর দিলাম তারাই আজ এভাবে আমার পেছনে লেগেছে, টেকনিক্যাল ফান্ড হিসেব নিকেশে গরমিলের কথা বলে জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করে দিয়েছে।
যদি ফান্ডের হিসেবে গরমিল থাকত তবে কি তারা আমার সব দেনা পওনা পরিশোধ করতেন ? এ বিষয়ক বিস্তারিত ফিনানশিয়াল তথ্য আমার কাছে বিদ্যমান।
আপনার কাছে জানার আগ্রহ, কেউ কাউকে এভাবে বিজ্ঞাপনের মাধ্যমে অসত্য তথ্য প্রকাশ করে অপমান/ মানহানী করতে পারে কি?
আপনার পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনে আমার বিরুদ্ধে যে সব তথ্য প্রকাশ করা হয়েছে তার সবই মিথ্যা, বানোয়াট, কাল্পনিক। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
– //বিজ্ঞপ্তি