
ডেস্ক: প্রেসিডেন্ট হিসেবে দিনের পুরো সময়টা যুক্তরাষ্ট্রের দেখভালের পেছনে ব্যয় করতে নিজের ব্যবসা ছাড়ার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে ব্যবসার দায়িত্ব তার সন্তানরা পালন করবেন বলে জানিয়েছেন তিনি। বুধবার এক টুইট বার্তায় এ ঘোষণা দিয়েছেন ট্রাম্প। খবর রয়টার্স, এএফপির।
ট্রাম্প টুইট করেছেন, ব্যবসায়িক কর্মকাণ্ড পুরোপুরি ছেড়ে দেয়ার জন্য আইনি প্রক্রিয়া চলছে। ১৫ ডিসেম্বর নিউইয়র্কে তিনি তার সন্তানদের নিয়ে বিশাল সংবাদ সম্মেলন করতে যাচ্ছেন। আমেরিকাকে আবারও মহান করার উদ্দেশ্যে যাতে তিনি সম্পূর্ণ মনোযোগী হতে পারেন সে জন্য ব্যবসায়িক কর্মকান্ড পুরোপুরি ছেড়ে দেয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হবে সেখানে। তিনি আরও লিখেছেন, আইনগতভাবে কোনো বাধা না থাকলেও তিনি মনে করেন এটি ছেড়ে দেয়া গুরুত্বপূর্ণ।
নির্বাচনী প্রচারের সময় ব্যবসার কারণে প্রেসিডেন্টের দায়িত্ব পালনে কোনো ঝামেলা হবে না বলে দাবি করেছিলেন ট্রাম্প। তারপর থেকেই আইনজীবী ও নৈতিক কাউন্সিলররা তীব্র সমালোচনা করে আসছিলেন ট্রাম্পের। বুধবার (স্থানীয় সময়) সকালে শেষ পর্যন্ত পুরনো সিদ্ধান্ত থেকে সরে আসার ঘোষণা দিলেন এই আবাসন ব্যবসায়ী।
এদিকে ট্রাম্প গত মঙ্গলবার নিউইয়র্ক শহরের এক অভিজাত ও বিলাসবহুল রেস্তোরাঁয় তারই নির্বাচন-পূর্ব শত্রু মিট রমনির সঙ্গে ভোজনে অংশ নিয়েছেন।
একই দল রিপাবলিকান পার্টির দুই নেতা এই ভোজ এমন এক সময় করলেন, যখন আগামী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পদের একজন সম্ভাব্য প্রার্থী হিসেবে রমনিকে বিবেচনা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের রাস্ট বেল্টে (উত্তর-পূর্বাঞ্চলীয় অর্থনৈতিক অঞ্চল) প্রায় হাজার মানুষের কর্মসংস্থান নিয়ে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যভিত্তিক এয়ারকন্ডিশন প্রস্তুতকারক প্রতিষ্ঠান ক্যারিয়ারের চুক্তির কথা ঘোষণা উপলক্ষে এ ভোজের আয়োজন করা হয়।
এ ব্যাপারে মঙ্গলবার রাতে ট্রাম্প এক টুইট বার্তায় বলেন, ‘আমরা আমাদের প্রতিষ্ঠান ও কর্মসংস্থান যুক্তরাষ্ট্রে ধরে রাখব। ধন্যবাদ ক্যারিয়ার।’
এদিকে নিউইয়র্কের অভিজাত রেস্তোরাঁ জ্যঁ-জর্জেসে মিট রমনিকে নিয়ে ওই ভোজনে এখন পর্যন্ত এটাই স্পষ্ট আভাস যে, ট্রাম্প তার প্রধান কূটনীতিক (পররাষ্ট্রমন্ত্রী) হিসেবে রমনিকে বেছে নিতে পারেন।
ভোজ শেষে রমনি ট্রাম্পের প্রশংসা করে বক্তব্য দেন। এই বক্তব্য এর আগে ট্রাম্পকে নিয়ে করা মন্তব্যের পুরোপুরি উল্টো। রমনি বলেন, নির্বাচনে জয়ী হয়ে ট্রাম্প যে ভাষণ দিয়েছেন ও প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার জন্য যে ধরনের প্রস্তুতি নিচ্ছেন, তাতে তিনি দারুণভাবে ‘প্রভাবিত’। ট্রাম্পের সঙ্গে ভোজের সময় কাটানোকে তিনি ‘এক চমৎকার সন্ধ্যা’ বলেও আখ্যায়িত করেন।
ট্রাম্পের সঙ্গে এই ভোজ নিয়ে সাংবাদিকদের রমনি বলেন, ‘এ শতকেও যুক্তরাষ্ট্র যে বিশ্বকে নেতৃত্ব দিতে চলেছে তা আমরা দেখতে চলেছি বলে আমি মনে করি। ক্রমেই আমি বেশি আশাবাদী হয়ে উঠছি যে ট্রাম্প হলেন সেই যোগ্য ব্যক্তি, যিনি আমাদের আরও ভালো ভবিষ্যতের পথে নিয়ে যেতে পারবেন।’
ম্যাসাচুসেটসের ৬৯ বছর বয়সী সাবেক গভর্নর মিট রমনি ও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে গত ১০ দিনে এটা দ্বিতীয় মুখোমুখি সাক্ষাৎ। গত ৮ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা চলাকালে এই সাবেক গভর্নরই ট্রাম্পকে একজন ‘ঠগবাজ ও জোচ্চর’ বলে আখ্যায়িত করেছিলেন।
সম্পাদনা: জাবেদ চৌধুরী