Wednesday, July 20th, 2016
তুরস্কে নির্বিচারে আটক-বরখাস্ত ৪৫ হাজার ছাড়িয়েছে
July 20th, 2016 at 10:39 am
তুরস্কে নির্বিচারে আটক-বরখাস্ত ৪৫ হাজার ছাড়িয়েছে

আংকারা: তুরস্কে শুক্রবারের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর নির্বিচারে আটক-গ্রেফতার ও চাকরি থেকে বরখাস্তের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়ে গেছে। বিভিন্ন সেক্টরে যাদেরকে প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের প্রতি কম অনুগত মনে করা হচ্ছে, তাদেরকেই চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে।

সর্বশেষ মঙ্গলবার শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের ডিন ও মিডিয়ায় প্রসারিত করা হয় সরকারের বরখাস্তের হাত। এরদোয়ানের সরকার বলছে, এরা সবাই যুক্তরাষ্ট্রে নির্বাসিত ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের সহযোগী ও অনুসারী।

গুলেনের হিজমেত আন্দোলনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিচ্ছে এরদোয়ান সরকার। তার প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম সংসদে বলেছেন, গুলেন একটি সন্ত্রাসী সংগঠন পরিচালনা করেন। সংসদে বিনালি ঘোষণা দেন ‘আমরা তাদের মূলোৎপাটন করে ছাড়ব’।

ফেতুল্লাহ গুলেনকে তুরস্কের হাতে তুলে দেয়ার জন্য যুক্তরাষ্ট্রকে চাপ দিয়ে যাচ্ছে আঙ্কারা। হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে ফোনালাপের সময় বিষয়টি তুলেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান।

turky 1 0

হোয়াইট হাউসের মুখপাত্র জোস আর্নেস্ট জানিয়েছেন, গুলেনকে তুরস্কের হাতে তুলে দেয়া হবে কিনা তা নির্ভর করবে দুই দেশের মধ্যে একটি বহিসমর্পন চুক্তির মাধ্যমে। ওয়াশিংটন চাচ্ছে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের উপর ভিত্তি করে গুলেনের বিষয়ে সিদ্ধান্ত নিতে।

কিন্তু তুর্কি সরকারের একজন মুখপাত্র বলছেন, সন্দেহের উপর ভিত্তি করেই গুলেনকে আংকারায় পাঠাতে হবে। ইবরাহিম কালিন নামের ওই মুখপাত্র জানান, গুলেনের অভ্যুত্থানে জড়িত থাকার ‘শক্তিশালী সন্দেহ’ রয়েছে।

অন্যদিকে গুলেন বলছেন, তার অভ্যুত্থান প্রচেষ্টায় জড়িত থাকার অভিযোগ একেবারেই হাস্যকর। রাজনৈতিক গৃহুবিবাদের উপর ভিত্তি করে বহি সমর্পন চুক্তির অপব্যবহারের দাবি প্রত্যাখ্যানের জন্য তিনি যুক্তরাষ্ট্রের প্রতি আহবান জানিয়েছেন।

শুক্রবারের ব্যর্থ অভ্যুত্থানের পর তুরস্কে চলছে এক ধরনের দমন-পীড়ন। এরদোয়ানের প্রতি কম অনুগত এমন সবাইকে বরখাস্ত করা হচ্ছে। হোক তিনি ইসলামপন্থি বা অন্যকিছু। সেটার তোয়াক্কা করা হচ্ছে না।

turky 2 0

দেশটির মিডিয়া জানিয়েছে, এ পর্যন্ত ১৫ হাজার ২শ’ শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। ১৫৭৭ জন বিশ্ববিদ্যালয় ডিনকে বরখাস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বরখাস্ত করা হয়েছে ৮ হাজার ৭৭৭ জনকে।

অর্থ মন্ত্রণালয় থেকে বরখাস্ত করা হয়েছে ১৫শ’ কর্মকর্তাকে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বরখাস্ত করা হয়েছে ২৫৭ জনকে। এছাড়া শীর্ষ সামরিক কর্মকর্তাদের মধ্যে ৬ হাজার জনকে গ্রেফতার ও ৯ হাজার পুলিশকে বরখাস্ত করা হয়েছে। সূত্র: বিবিসি।

নিউজনেক্সটবিডি ডটকম/এসআই


সর্বশেষ

আরও খবর

করোনায় বিপর্যস্ত ভারতে শনিবারও ৪ হাজারের বেশি মৃত্যু

করোনায় বিপর্যস্ত ভারতে শনিবারও ৪ হাজারের বেশি মৃত্যু


আবারও ভারতে মৃত্যুর রেকর্ড, এক দিনে মৃত্যু ৪ হাজারের বেশি

আবারও ভারতে মৃত্যুর রেকর্ড, এক দিনে মৃত্যু ৪ হাজারের বেশি


ভারতে আবার সংক্রমণের রেকর্ড, একদিনে মৃত্যু প্রায় ৪০০০

ভারতে আবার সংক্রমণের রেকর্ড, একদিনে মৃত্যু প্রায় ৪০০০


বিশ্বে করোনায় আক্রান্ত ১৫ কোটি ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ১৫ কোটি ছাড়াল


পশ্চিমবঙ্গে আবারও ক্ষমতায় আসছে মমতার দল

পশ্চিমবঙ্গে আবারও ক্ষমতায় আসছে মমতার দল


অ্যাম্বুলেন্স না পাওয়ায় মোটরসাইকেলে মায়ের লাশ নিয়ে শ্মশানে ছেলে

অ্যাম্বুলেন্স না পাওয়ায় মোটরসাইকেলে মায়ের লাশ নিয়ে শ্মশানে ছেলে


ভারতে টানা ৬ দিন তিন লক্ষাধিক করোনা রোগী শনাক্ত

ভারতে টানা ৬ দিন তিন লক্ষাধিক করোনা রোগী শনাক্ত


করোনায় আক্রান্ত শচীন

করোনায় আক্রান্ত শচীন


করোনায় আক্রান্ত ইমরান খান

করোনায় আক্রান্ত ইমরান খান


জাপানে ৭.২ মাত্রার ভূমিকম্প অনুভূত

জাপানে ৭.২ মাত্রার ভূমিকম্প অনুভূত