
ঢাকা: বেসরকারি ব্যাংকগুলোর সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাতে যত খরচ করে তার ৩০ শতাংশ শিক্ষাখাতে ব্যয় করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। তিনি বলেন, যত বিনিয়োগ আছে, তার মধ্যে শিক্ষায় বিনিয়োগ সবচেয়ে বড় বিনিয়োগ। শনিবার রাজধানীতে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স-এনসিসি ব্যাংকের পক্ষ থেকে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অথিথির বক্তব্যে গভর্নর এ কথা বলেন।
ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক আক্তার হোসেন, ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ এস এম মাঈনউদ্দিন মোনেম, অডিট কমিটির চেয়ারম্যঅন আমিরুল ইসলাম, পরিচালক, এম এ আউয়াল উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গভর্নর বলেন, ‘দেশকে এগিয়ে নিতে গুণগত শিক্ষার প্রয়োজন। শিক্ষার উন্নয়নে দেশের প্রতিটি আর্থিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে।’ গভর্নর আরো বলেন, ‘মুষ্টিমেয় লোক আর্থিক সচ্ছলতা ভোগ করবেন তা হবে না। এটাকে সবার মাঝেই ছড়িয়ে দিতে হবে, তবেই উন্নয়ন টেকসই হবে।’
মেধাবৃত্তি দেয়ার জন্য একটি ডাটাবেজ প্রয়োজন উল্লেখ করে ফজলে কবির বলেন, ডাটাবেজ করার খুবই প্রয়োজন না হলে একজন একাধিক বার বৃত্তি পাবে, আর অন্যরা একবারও পাবে না। মেধাবৃত্তি সুষমভাবে প্রদানের জন্য একটি ডাটাবেজ অত্যান্ত দরকার বলেও মন্তব্য করেন তিনি।
পরিশ্রম ছাড়া সাফল্য আসে না উল্লেখ করে গভর্নর বলেন, ‘সুযোগ একবারই আসে, দ্বিতীয় কোন সুযোগ পাওয়া যায় না। পরিশ্রমের মাধ্যমে সুযোগকে কাজে লাগিয়ে সাফল্য আনতে হবে।’
প্রতি বছরের মতো এনসিসি ব্যাংক এবারও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের অসচ্ছল ও মেধাবী ৬৬ শিক্ষার্থীকে বৃত্তি দেয়। গত বছর একেকজনকে ১৮ হাজার টাকা দেয়া হলেও চলতি বছর দেয়া হয় ৩৬ হাজার টাকা।
পুরস্কার নিতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র আমিনুল ইসলাম বলেন, ‘অনেক সংগ্রামের মাধ্যমে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছি। বাবা ভ্যান চালক, মা মানুষের বাসায় বুয়ার কাজ করে আমাকে পড়াশুনা করিয়েছেন। এই শিক্ষা বৃত্তি আমার অনেক উপকার করলো।’
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক আক্তার হোসেন বলেন, ‘বাংলাদেশ অর্থনৈতিক দিক দিয়ে অনেক এগিয়ে গেছে। দেশকে এগিয়ে নিতে কর্পোরেট সেক্টরগুলির দায়িত্ব আরও বেড়ে গেছে।’
এনসিসি ব্যাংকের চেয়ারম্যান বলেন, ‘দেশ উন্নয়নের প্রধান বাধা দুর্নীতি। ঘুষ আমাদের দেশের বিরাট সামাজিক ব্যাধি। এর থেকে আমাদের মুক্ত হতে হবে, দেশকে এগিয়ে নিতে হবে।’
প্রতিবেদক: রিজাউল করিম, সম্পাদনা: ইয়াসিন