
বেইজিং: প্রশিক্ষণকালে ভালোভাবে কাজ করতে না পারার অপরাধে চীনের একটি ব্যাংকের কর্মচারীদের পশ্চাৎদেশে প্রকাশ্যে বেত মারা হয়েছে। সোমবার অনলাইনে এই ভিডিওটি ছড়িয়ে পড়ে। চীনা পত্রিকা পিপলস ডেইলি ভিডিওটি প্রথম প্রকাশ করে। এতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি আটজন কর্মীকে জিজ্ঞেস করছেন, কেন প্রশিক্ষণে তারা ভালো করতে পারেননি। তাদের উত্তর শোনার পর লোকটিকে বলতে শোনা যায়, ‘তোমাদের এখন মারা হবে, তোমরা প্রস্তুত হও।’
পশ্চাৎদেশে বেত মারাটা প্রশিক্ষণ মডেলের মধ্যেই পড়ে
উত্তর চীনের চাংজির এক গ্রামের একটি বাণিজ্যিক ব্যাংকে শনিবার এই ঘটনা ঘটে। শাস্তিপ্রাপ্ত কর্মীদের মধ্যে কয়েকজন নারী কর্মীও রয়েছেন। বিষয়টি নিয়ে তুমুল হৈ চৈ শুরু হওয়ার পর ব্যাংকটির দু’জন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। সাউথ চায়না মর্ণিং পোষ্ট পত্রিকার খবরে বলা হয়, যে ব্যাংক কর্মকর্তা এই কাজ করেছিলেন, তিনি পরে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন।
অবশ্য অনেকেই ওই কর্মকর্তার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন। একজন মন্তব্য করেন, আমি যখন প্রথম ভিডিওটি দেখি, ভেবেছিলাম এটি চমক সৃষ্টি করে প্রচার পাওয়ার চেষ্টা। কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না যে এটি সত্য ঘটনা। এদিকে প্রশিক্ষক জিয়াং ইয়াং ক্ষমা চাওয়ার পরে জানান, পশ্চাৎদেশে বেত মারাটা প্রশিক্ষণ মডেলের মধ্যেই পড়ে। তিনি অনেকদিন ধরেই এই পদ্ধতিতে প্রশিক্ষণ দিয়ে আসছেন। সূত্র: বিবিসি
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/এসজি