
ডেস্ক: মুখে ব্রণ হলে, অনেকরকম প্যাক বা ক্রিম লাগিয়ে সেগুলিকে দূর করতে পারলেও, ব্রণের দাগ যেন কিছুতেই যেতে না। অথচ যেসব জিনিস দিয়ে ব্রণের দাগ যাবে সেসব জিনিস সব সময়ই আপনার ঘড়ে থাকে। তাই কয়েকটা ঘরোয়া উপায় জানা থাকলে এই ব্রণের দাগ থেকে মুক্তি পেতে পারেন।
পাতিলেবু
ভাল করে মুখ ধুয়ে, ব্রণের দাগের উপর পাতিলেবুর রস কিছুক্ষণ লাগিয়ে রেখে ধুয়ে ফেলবে। লেবুর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড ব্রণর দাগ সারাতে সাহায্য করে। এই পদ্ধতিটি কিছুদিন নিয়ম করে অনুসরণ করুন, দেখবেন ব্রণের দাগ নেই।
তবে ত্বক সেনসিটিভ হলে, পাতিলেবুর রস সরাসরি না লাগিয়ে, এর সঙ্গে কিছুটা জল মিশিয়ে লাগাতে পার। তবে ত্বকে খুব জ্বালা করলে এই পদ্ধতিটি না করাই শ্রেয়।
মধু
মধুর মধ্যে থাকা অ্যান্টিব্যাকটিরিয়াল উপাদান ব্রণের দাগের উপর যমের মতো কাজ করে। তাই মুখে ব্রণর দাগের উপর নিয়ম করে, রাতে ঘুমতে যাওয়ার আগে মধু লাগিয়ে রাখলে উপকার পাবেন।
আলু
ব্রণের দাগ দূর করতে, আলুর রস দারুণ কার্যকরী। আলু পেস্ট করে তার রস নিয়ে, সেটা ব্রণ’র দাগ বা মুখে কালো দাগ থাকলে, তার উপর লাগিয়ে রাখতে পার। কিছুক্ষণ রেখে পানি দিয়ে ধুয়ে নিবেন।
শসা
শসার রসে থাকা ভিটামিন এ ও পটাশিয়াম ব্রণ, ফুসকুড়ির দাগ সারাতে সাহায্য করে। শসা পেস্ট করে, তার রস তুলোর মধ্যে নিয়ে, সেটা দাগের উপর লাগিয়ে, সারারাত রেখে পরদিন সকালে ভাল করে মুখ ধুয়ে নিলেই সমস্যার অনেকটা সমাধান হবে।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে