
ডেস্ক: ব্রাজিলের উত্তরাঞ্চলে অ্যামাজন এলাকার একটি কারাগারে ভয়াবহ দাঙ্গায় অন্তত ৫৬ জন নিহত হয়েছে। কারাগারটিতে বন্দীদের দুটি প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে এ দাঙ্গার ঘটনা ঘটে।
আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবার পর সেখানে এখন তল্লাশি অভিযান চলছে। কারাগারটির ভেতরে অনেক মৃতদেহই পাওয়া গেছে, যেগুলোতে রয়েছে নির্যাতনের চিহ্ন।
নতুন বছরের প্রথম দিন বন্দীদের সাথে আত্মীয় স্বজনের সাক্ষাতের সময় এ দাঙ্গার সূত্রপাত হয়।
উত্তরাঞ্চলীয় ম্যানাউস শহরে এটাই বৃহত্তম কারাগার। সাও পাওলো ও রিও ডি জেনেরিও ভিত্তিক অপরাধী গোষ্ঠীর মধ্যে এ দাঙ্গার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।।
অ্যামাজোনাস অঙ্গরাজ্যের নিরাপত্তা প্রধান সের্হিও ফন্টেস বলছেন, স্পষ্টতই এই দাঙ্গাটি ছিল পূর্বপরিকল্পিত।
দাঙ্গা চলাকালে বহু কয়েদী পালিয়ে গেছে বলেও ধারণা করা হচ্ছে। তবে তাদের সংখ্যা কত হতে পারে তা এখনো স্পষ্ট না। আনিসিও জোবিম নামের এই কারাগারটিতে ছিল ধারণ ক্ষমতার অতিরিক্ত কয়েদী।
কার্যত শক্তিশালী অপরাধী গোষ্ঠী ও মাদক চক্রগুলোই এই কারাগারগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। ফলে সেখানে দাঙ্গা অতি সাধারণ একটি ব্যাপার।
সূত্র: বিবিসি
গ্রন্থনা ও সম্পাদনা: প্রণব