
ঢাকা: বিশ্বকাপ বাছাই পর্বে প্যারাগুয়ের বিরুদ্ধে হারতে হয়েছিল আর্জেন্টিনাকে। ১-০ গোলের হারের ম্যাচে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছিলেন সার্জিও আগুয়েরো। স্পট কিক মিস না করলে হয়তো এক পয়েন্ট নিয়ে দেশে ফিরতে পারতো মেসি-মাসচেরানোরা। পেনাল্টি মিসের খেসারত যে এভাবে দিতে হবে, সেটা হয়তো ভাবতে পারেননি আগুয়েরো। চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে সেরা একাদশে জায়গা হারিয়েছেন। সাইড বেঞ্চে বসে থেকেই পেনাল্টি মিসের খেসারত দিচ্ছেন তিনি।
বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে অষ্টম বারের মতো মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা। বাংলাদেশ সময় শুক্রবার ভোরে শুরু হবে বিশ্ব ফুটবলের সবচেয়ে আকর্ষনীয় এ দ্বৈরথ। হাইভোল্টেজ এ ম্যাচের মূল একাদশে জায়গা না হওয়া আগুয়েরো সম্পর্কে দলটির কোচ বলেন, ‘আমি, ডি মারিয়া ও এনজো পেরেজের প্রতি বিশ্বাস রাখছি। কারণ শারীরিকভাবে তারা শক্তিশালী হওয়ায় দলের রিদম বাড়বে। আমি আমাদের প্রতিপক্ষকে নিয়েও ভাবছি। আর এ ম্যাচে আমাদের কোনো ভুল করলে চলবে না।’
প্রতিবেদন: কবির