
ঢাকা: আর মাত্র একটি ম্যাচ, বলতে গেলে নিশ্বাস দুরত্বে অলিম্পিকের অধরা সোনার পদক। দেশের মাটিতে এই পদক জিততে চেষ্টার কমতি করবে না ব্রাজিল ফুটবল দলের খেলোয়াড়েরা। তার উপরে প্রতিপক্ষ যখন জার্মানি, তখন ২০১৪ বিশ্বকাপের প্রতিশোধের মঞ্চও তৈরি হয়ে গেছে ফাইনালে।
সোনার পদক আর প্রতিশোধ; এই দুই লক্ষ্য নিয়েই আজ জার্মানির বিপক্ষে মাঠে নামবে নেইমার-গ্যাব্রিয়েলরা। আর ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২.৩০ মিনিটে। ফুটবল সমর্থকরা খেলাটি দেখতে পাবেন স্টার স্পোর্টস- ৪-এর পর্দায় ।
রিও অলিম্পিকের ফাইনাল যাত্রাটি অবশ্য খুব একটা সুখকর ছিল না ব্রাজিলের জন্য। তবে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে দর্শকদের হতাশ করলেও তৃতীয় ম্যাচ থেকেই দুর্দান্ত খেলেছে তারা। ডেনমার্ককে ৪-০ গোলের ব্যবধানে গুড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে কলম্বিয়াকে ২-০ গোলে হারিয়েছে নেইমারের দল। সেমিফাইনালে হন্ডুরাসকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করে ব্রাজিল।
ফাইনালে ব্রাজিলের সম্ভাব্য একাদশ:
উয়িভার্টন, জেকা, মার্কুইনহোস, কায়ো, সান্তোস, অ্যান্ডারসন, মাইয়া, আগুস্তো, গ্যাব্রিয়েল, জেসাস ও নেইমার।
সূত্র: গোল ডটকম, প্রকাশ: তুসা