ব্রাজিলে পার্টি চলাকালে বন্দুকধারীর হামলা, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলে একটি বাড়িতে পার্টি চলাকালে বন্দুকধারীর হামলায় ১১ জন নিহত হয়েছেন। জানা যায় বর্ষবরণ উৎসবকে কেন্দ্র করে ওই পার্টিটির আয়োজন করা হয়েছিলো।
সোমবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, সাও পাওলো থেকে ১শ’ কিলোমিটার দূরের কামপিনাসে ওই বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে হামলাকারী ব্যক্তির স্ত্রীও ছিলো। ১০ জনকে হত্যার পরপরই হামলাকারী ব্যক্তি আত্মহত্যা করেন।
এদিকে এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহতদের প্রতিবেশীরা জানিয়েছেন, তারা বিকট শব্দ শুনতে পেয়েছিলেন। কিন্তু তারা ভেবেছিলেন এগুলো আতশবাজির শব্দ। পরে সেখান থেকে পালিয়ে আসা একজন তাদের কাছে সাহায্য চাইলে তারা হামলার বিষয়টি জানতে পারেন।
গ্রন্থনা: রাকিব