
ব্রাহ্মণবাড়িয়া: সদর উপজেলার সেন্দ গ্রামে আনোয়ার হোসেন ওরফে আনু (৪৫) নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে (মেম্বার) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি রামরাইল ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে সেন্দ গ্রামের রাস্তায় তাকে কুপিয়ে আহত করা হয়। পরে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয় তার। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নারায়ণ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতে গ্রামের রাস্তা দিয়ে একা বাড়ি যাবার পথে কয়েক দুর্বৃত্ত আনুকে এলোপাতাড়ি কোপায়। এতে গুরুতর আহত হলে তাকে প্রথমে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি।
এসআই নারায়ণ জানান, তার মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এখনও পরিবারের পক্ষ থেকে থানায় কোনো মামলা দায়ের হয়নি।
নিউজনেক্সবিডি ডটকম/এমএস/এসআই