
ব্রাহ্মণবাড়িয়া: সরাইল উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আবদুস সাত্তার (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সরাইল থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সোমবার রাত ২টার দিকে কালিকচ্ছ ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপক কুমার সাহা। তিনি জানান, নিহত সাত্তার রসুলপুর গ্রামের রিফিউজিপাড়ার মৃত আবদুল মান্নানের ছেলে।
আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ছিল সাত্তার। তার বিরুদ্ধে সরাইল থানায় ডাকাতির অভিযোগে একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি।
ওসি রুপক কুমার সাহা জানান, ৮ মামলার আসামি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আবদুস সাত্তারকে সোমবার বিকেলে রসুলপুর গ্রামের রিফিউজিপাড়া থেকে পুলিশ গ্রেফতার করে। পরে রাত ১টার দিকে সাত্তারের দেওয়া তথ্যানুযায়ী রসুলপুর কবরস্থানের পেছনে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ।
এসময় সাত্তারের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। পুলিশও নিজেদের আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে সাত্তার গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
তবে সাত্তারের সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় সরাইল থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, এক রাউন্ড গুলি ও ছয়টি দেশী অস্ত্র উদ্ধার করেছে বলেও জানান ওসি।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/ওয়াইএ