
ব্রাহ্মণবাড়িয়া: সরাইল উপজেলার বাড়িউড়া এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জীবন মিয়া (২৭) নামে এক ডাকাত নিহত হয়েছেন।
বুধবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত ডাকাত সদস্যের বাড়ি সরাইলের শাহবাজপুর ইউনিয়নের দীঘিরপাড় গ্রামে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা জানান, ভোরে বাড়িউড়া বাজারের পাশে সেতুর কাছে মহাসড়কে গাছ ফেলে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে সরাইল থানার একটি টহল দল ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি চালায়। ঘটনাস্থলে জীবন নামে ওই ডাকাত নিহত হয় আর দলের বাকি সদস্যরা পালিয়ে যায়।
ওসি আরো জানান, ওই ডাকাত সদস্যের লাশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার নামে সরাইল এবং হবিগঞ্জের মাধবপুর থানায় অন্তত আটটি ডাকাতির মামলা রয়েছে বলেও জানান তিনি।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/ওয়াইএ