
ঢাকা: ব্রিটিশ লেবার পার্টির এমপি জো কক্সের মর্মান্তিক হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, ‘বাটলি ও স্পিন থেকে নির্বাচিত লেবার পার্টির তরুণ এমপি জো কক্সের মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত।’
‘তার মৃত্যুতে ব্রিটেন একজন অগ্রসর রাজনৈতিক সংগ্রামীকে হারালো যিনি অনগ্রসর এবং প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়েছিলেন, নির্বাক ও অধিকার বঞ্চিতদের জন্য তার সমবেদনা অনেকের হৃদয় জয় করেছিল’।
শেখ হাসিনা বলেন, ‘বিশ্ব শান্তি ও সম্প্রীতিতে তার নিঃস্বার্থ অঙ্গীকারের জন্য জো কক্স স্মরণীয় হয়ে থাকবেন। বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আপনার কাছে এবং আপনার মাধ্যমে শোক-সন্তপ্ত পরিবারের সদস্য ও জো কক্সের বন্ধুদের কাছে আমি আন্তরিক সমবেদনা ও গভীর শোক জানাচ্ছি’।
এই বেদনাবিধুর মুহূর্তে শোক-সন্তপ্ত পরিবার এবং যুক্তরাজ্য ও নর্দার্ন আয়ারল্যান্ডের বন্ধু-প্রতীম জনগণের সঙ্গে সমবেদনা জানাচ্ছি ও প্রার্থনা করছি বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার ওয়েস্ট ইয়র্কশায়ারের বিরস্টলে নিজ নির্বাচনী এলাকায় এক ব্যক্তির নৃশংস হামলায় গুলিবিদ্ধ ও ছুরিকাহত হওয়ার পর জো কক্স মারা যান।
নিউজনেক্সটবিডি ডটকম/এসজি/জাই