
লন্ডন: লেবার পার্টির সংসদ সদস্য জো কক্স নিহত হওয়ার ঘটনায় ইউরোপীয় ইউনিয়নে(ইইউ) ব্রিটেনের থাকা না থাকা নিয়ে আসন্ন গণভোটের প্রচারণা স্থগিত করা হয়েছে।
গত বৃহস্পতিবার ইংল্যান্ডের উত্তরাঞ্চলের পশ্চিম ইয়র্কশায়ারে গুলি ও ছুরিকাঘাতে আহত হন জো কক্স। আশংকাজনক অবস্থায় হাসপাতালে নেয়ার পর মারা যান তিনি।
জো কক্স ব্রেক্সিট বিরোধী হিসেবে পরিচিত ছিলেন। অর্থাৎ তিনি ইইউ থেকে ব্রিটেনের চলে যাওয়ার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন।
এদিকে ঘটনা তদন্তের কাজ শুরু করেছে পুলিশ। এই ঘটনায় ৫২ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তবে পুলিশ এখনও নিশ্চিত নন এই হামলার সঙ্গে ২৩ জুনের গণভোটের কোন সম্পর্ক আছে কি না।
শুক্রবার প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের ব্রিটিশ টেরিটোরি জিব্রাল্টারে গণভোট নিয়ে প্রচারণা কর্মসূচি বাতিল করা হয়েছে। তিনি টুইটারে লিখেন, জো কক্সের উপর ভয়াবহ হামলার পর সব প্রচারণা বন্ধ করাই সঠিক কাজ।
গত পঁচিশ বছরের মধ্যে কক্সই প্রথম কোনো সংসদ সদস্য যাকে হত্যা করা হলো। এর আগে ১৯৯০ সালে পদে আসীন অবস্থায় আইরিশ রিপাবলিকানদের হামলায় কনজারভেটিভ একজন সংসদ সদস্য মারা গিয়েছিলেন।
ইইউ’তে ব্রিটেন থাকবে কি থাকবে না- এই বিষয়ে মতামত জানানোর জন্য ব্রিটেনে এক গণভোটের আয়োজন করা হয়েছে। ২৩ জুন এই সংক্রান্ত গণভোট অনুষ্ঠিত হবে। সূত্র: বিবিসি
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/ওয়াইএ