ব্রিটিশ সংসদের বাইরে গোলাগুলি

লন্ডন: ব্রিটিশ সংসদ ভবনের বাইরে গুলির আওয়াজ শোনা গেছে। বুধবার এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওয়েস্টমিনস্টারে সংসদ ভবন এলাকার ভেতরে এক ব্যক্তিকে ছুরি হাতে দেখা গেছে। গোটা সংসদ ভবন এলাকা বন্ধ করে দেওয়া হয়েছে এবং সংসদের অধিবেশন মুলতবি করে দেয়া হয়েছে।
রাজনীতিবিদ এবং সাংবাদিকরা সংসদের ভেতর থেকে টুইট করে জানান, ভবনের বাইরে থেকে জোরালো আওয়াজ শুনতে পেয়েছেন তারা।
সংসদের ভেতরে থাকা ব্রিটিশ এক রাজনীতিবিদকে উদ্ধৃত করে খবর দেওয়া হচ্ছে, এক ব্যক্তি পুলিশকে ছুরি মেরে আহত করেছে। এরপর সশস্ত্র পুলিশ তাকে গুলি করেছে বলে জানা গেছে, তবে ঐ ব্যক্তি মারা গেছে কি না তা এখনও নিশ্চিত করা যায়নি।
আরেকটি খবরে সংসদের পাশেই ওয়েস্টমিনস্টার সেতুতে পাঁচজন ব্যক্তির উপর একটি গাড়ি চালিয়ে দেয়ার খবর পাওয়া যাচ্ছে। সূত্র: বিবিসি
গ্রন্থনা: ফারহানা করিম, প্রকাশ: ইয়াসিন