
ডেস্ক: ব্রিটিশ সেনাবাহিনীতে ২০০৭ সালের পর থেকে মানসিক সমস্যা ৮০ শতাংশ বেড়েছে। সাম্প্রতিক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ২০০৭ সালের পহেলা এপ্রিল থেকে ৩১ মার্চ ২০১৬ পর্যন্ত সমীক্ষা চালিয়েছে।খবর রেডিও তেহরান’র।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এ সমীক্ষায় বলা হয়েছে, ২০০৭ সালে মানসিক সমস্যা ১.৮ শতাংশ থাকলেও তা ২০১৬ সালে এসে ৩.২ শতাংশে পৌঁছেছে।
এতে আরো বলা হয়েছে, ৩৫ থেকে ৩৯ বছর বয়সিদের মধ্যে সবচেয়ে বেশি মানসিক সমস্যা রয়েছে। প্রতি হাজারে এ বয়স সীমার মধ্যে ৩৭ দশমিক সাত শতাংশ মানসিক সমস্যা দেখা দেয় বলে এতে বলা হয়েছে।
এছাড়া পুরুষদের তুলনায় নারীদের মধ্যে মানসিক সমস্যা দ্বিগুণের বেশি হয় বলেও এ সমীক্ষায় উল্লেখ করা হয়েছে। সমীক্ষায় বলা হয়েছে, দুই দশমিক আট শতাংশের পুরুষের মধ্যে মানসিক সমস্যা দেখা দিলেও নারীদের মধ্যে এর ব্যাপ্তি ছয় দশমিক তিন শতাংশ।
নিউজনেক্সটবিডি ডটকম/এসকে