
ডেস্ক : ব্রিটেনের গণভোটে দেশটির সংখ্যাগরিষ্ঠ ভোটার ইউরোপিয়ান ইউনিয়নে না থাকার পক্ষে রায় দেয়ায় তাদের স্বাগত জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি)’র এক সংবাদে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।
সংবাদে বলা হয়, ‘স্কটল্যান্ডে তার নিজের গলফ কোর্স দেখতে আসা মি. ট্রাম্প বলেছেন, এটা একটা দারুণ ব্যাপার যে যুক্তরাজ্যের জনগণ তাদের নিজ দেশকে ফিরে পেয়েছে।’ বিশ্বের অন্যান্য দেশও এ নির্বাচনের ফলাফল নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।
সূত্র মতে – রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরভ বলেছেন, ‘এটা ব্রিটিশ জনগণের অভ্যন্তরীণ ব্যাপার। তাকে যখন প্রশ্ন করা হয় যে ব্রিটেন ইইউ থেকে বেরিয়ে যাক – এটাই ক্রেমলিন চাইছিল কিনা, এ নিয়ে তিনি কোন মন্তব্য করতে অস্বীকার করেন।’
এছাড়া চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটি সমৃদ্ধশালী ইউরোপ সকল পক্ষেরই স্বার্থের অনুকুল, এবং চীন ব্রিটেন এবং ইউরোপিয়ান ইউনিয়ন ও ব্রিটেনের সাথে সহযোগতা অব্যাহত রাখবে। ভারতের অর্থমন্ত্রী বলেছেন, এই গণভোটের ফলাফল অনিশ্চয়তা সৃষ্টি করবে, কারণ যুক্তরাজ্য, ইউরোপ এবং বাকি বিশ্বে এর প্রভাব কি হবে তা এখনো অজানা।
খবরে আরো জানানো হয়, ইউরোপিয়ান ইউনিয়নের নেতারা স্থিতিশীল বজায় রাখার জন্য আহ্বান জানিয়েছেন। ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বলেছেন ইউরোপিয়ান ইউনিয়নের বাকি ২৭টি দেশের ঐক্য বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে ফ্রান্স, নেদারল্যান্ড এবং ডেনমার্কের ইইউ-বিরোধী নেতারা তাদের দেশেও ইইউতে থাকা-না-থাকা প্রশ্নে গণভোটের আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, গত ৪৩ বছর ইইউর সদস্য থাকার পর এই ইউনিয়ন থেকে বেরিয়ে যাবার পক্ষে ভোট দিলেন ব্রিটেনের প্রায় ৫২ শতাংশ ভোটার। ইইউ-তে থাকার পক্ষেরায় দেন ৪৮ শতাংশ। এ রায়ের পর ডেভিড ক্যামেরন ইতিমধ্যেই জানিয়েছেন তিনি পদত্যাগ করবেন।
নিউজনেক্সটবিডি ডটকম/এসকে