
লন্ডন: সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলায় ব্রিটেনের অংশগ্রহণ যুক্তরাষ্ট্রে চাপে পড়ে নয় বরং জাতীয় স্বার্থে করা হয়েছে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।
সোমবার ব্রিটিশ সংসদে দেয়া বক্তব্যে মে পরিস্কার করে জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপে পড়ে ব্রিটেন সিরিয়া হামলায় অংশ নিয়েছে এটা সত্য নয়। বরং নিজ দেশের স্বার্থ বিবেচনায় নিয়ে তিনি এই হামলা করার সিদ্ধান্ত নেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প হামলা করতে বলেছে বলেই আমরা তাতে অংশ নিয়েছি ব্যাপারটা আসলে তা নয়। আমরা এটা করেছি কারণ আমরা বিশ্বাস করি, এটাই সঠিক কাজ এবং আমরা একা নই। আমাদের এই কাজে ব্যাপক আন্তর্জাতিক সমর্থনও রয়েছে।’
উল্লেখ্য,৭ এপ্রিল সিরিয়ার দুমায় রাসায়নিক হামলার অভিযোগ তুলে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে শাস্তি দেয়ার নামে সিরিয়ার গুরুত্বপূর্ণ সরকারী স্থাপনাতে গত শনিবার ফ্রান্স, যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন ক্ষেপণাস্ত্র হামলা করে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
গ্রন্থনা: ফারহানা করিম