
লন্ডন: অনলাইনে জঙ্গিগোষ্ঠী আইএসের চরমপন্থী প্রচারণা চেনার উদ্দেশ্যে ব্রিটেনের একটি স্কুলে শিক্ষার্থীদের জন্য আইএস বিরোধী ক্লাস নেয়া হচ্ছে।
ইংল্যান্ডের বেডফোর্ডশায়ারের লুটন শহরের ‘আল হেরা এডুকেশনাল অ্যান্ড কালচারাল সেন্টার’ ১১-১৬ বছর বয়সি শিক্ষার্থীদের জন্য এই ক্লাসের ব্যবস্থা করেছে।
বিগত ৮ মাস ধরে ৬ শতাধিক শিক্ষার্থীকে প্রতি সপ্তাহে পবিত্র কোরআন শিক্ষার পাশাপাশি আইএস বিরোধী শিক্ষা দেয়া হচ্ছে।
ইমাম মোহাম্মদ এহসান উল্লাহ বলেন, ‘আমি বিশ্বাস করি, এটা মতাদর্শভিত্তিক যুদ্ধ। আইএস পবিত্র কোরআনের অপব্যবহার করে তাদের অপরাধী কর্মকাণ্ড পরিচালনা করছে। আমরা শিশুদের কোরআনের প্রকৃত বার্তা শিক্ষা দিতে চাই।’
তিনি বলেন, ‘আপনি যেকোন মুসলমানকে জিজ্ঞেস করে দেখুন, তারা বলবে, নির্দোষ মানুষকে হত্যা করা পুরোপুরি ইসলাম বিরোধী।’
এর আগে লুটন থেকে বেশ কয়েকজন আইএসে যোগ দেয়ার জন্য সিরিয়া গমন করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে জঙ্গিগোষ্ঠীটি তরুণদের জিহাদে যোগ দেয়ার ব্যাপারে আকৃষ্ট করছে বলে অভিযোগ রয়েছে।
২০১৫ সালে লুটনের ১২ জনের একটি পরিবার আইএসে যোগ দেয়ার জন্য ব্রিটেন ত্যাগ করেন। এছাড়া চলতি বছরের মে মাসে আইএসে যোগদান করে মার্কিন সেনা হত্যার পরিকল্পনার দায়ে এই শহরের দুজন ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়। সূত্র: এনডিটিভি
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/জাই