
ডেস্ক: গত এক দশকে ব্রিটেনের প্রায় অর্ধেক নাইটক্লাবই বন্ধ হয়ে গেছে। ধূমপানে নিষেধাজ্ঞা, খোলার সময়ের পরিবর্তন ও উপশুল্ক আরোপকে এই অবনতির কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
এসোসিয়েশন অব লাইসেন্সড মাল্টিপল রিটেইলারস (এএলএমআর) এর পরিসংখ্যান অনুসারে, ২০০৫ সালে ব্রিটেন জুড়ে নাইটক্লাবের সংখ্যা ছিল ৩১৪৪টি। এখন তা কমে দাঁড়িয়েছে ১৭৩৩ তে।
বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এভাবে একের পর এক নাইটক্লাব বন্ধ হয়ে যাওয়ার ফলে ব্রিটেনের ওপর ‘সাংস্কৃতিক, সামজিক এবং অর্থনৈতিক’ প্রভাব পড়ার সম্ভবনা দেখা দেবে।
নাইটক্লাব চেইন সংগঠন মিনিস্ট্রি অব সাউন্ড এর নেতা লোহান প্রেসেন্সার এই পরিস্থিতিকে চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেন। নাইটক্লাব বন্ধ হওয়ার এই পরিস্থিতি যুবকদের চাকরীর ক্ষেত্রেও প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।
এএলএমআর দাবি করে, তারা গত বছর ৩৭ হাজার নতুন চাকরী সৃষ্টি করেছে—যার মধ্যে ৮০ শতাংশই ১৮ থেকে ২৪ বছর বয়সী যুবক। কিন্তু এখন নাইটক্লাবগুলো বন্ধ হওয়ার কারণে তারা চাকরী হারাচ্ছে।
নাইটক্লাব মালিক সমিতির দাবি, ছোট ক্লাবগুলো ছাড়া তরুণ শিল্পী ও সংশ্লিষ্টরা এই ব্যবসার ধরণ ও পরিবেশ বুঝে উঠতে পারবে না।
ব্রিটিশ সরকারের এক কর্মকর্তা ডেইলি মেইলকে জানান, জননিরাপত্তার জন্যই এই ধরণের পদক্ষেপ নেওয়া।
গ্রন্থনা: কাওসার আহমেদ