
লন্ডন: কিংবদন্তি বিনিয়োগকারী এবং ধনকুবের জর্জ সরোস ব্রিটিশদের সতর্ক করে বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের এক্সিট (ব্রেক্সিট) বা বেরিয়ে আসার ফলে চাকরি এবং আর্থিক খাতে গুরুতর প্রভাব পড়বে। প্রভাবশালী ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ানে সোমবার প্রকাশিত এক নিবন্ধে তিনি এই বিষয়ে সতর্ক করেন। তিনি জানান, ব্রিটেনের ইইউ থেকে বেরিয়ে আসার পক্ষে ভোট দেয়া হলে স্টার্লিংয়ে (ব্রিটিশ মুদ্রা) ধস নামবে।
৮৫ বছর বয়সী সরোস বলেন, ‘ব্রিটেন ইইউ থেকে বেরিয়ে আসলে তার নেতিবাচক প্রভাব প্রত্যেক ঘরে ঘরে পড়বে। পাউন্ডের মূল্য মারাত্মকভাবে কমে যাবে’। তিনি জানান, ইইউ ছাড়ার কারণে পণ্যমূল্য কমে যাবে, যার ফলে কর্মক্ষেত্র সংকুচিত হবে। আর এর ফলাফল হিসেবে মন্দা দেখা দেবে।
ফোর্বস ম্যাগাজিনের তালিকায় বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন সরোস আরো সতর্ক করে বলেন, ব্রিটিশ সরকার ও ভোটারদের যে কোন ভুল হিসাবকে কাজে লাগাতে মরিয়া শক্তিশালী ফটকা কারবারীরা। নিবন্ধে তিনি বলেন, ‘ব্রেক্সিটের পক্ষে ভোট দেয়ার কারণে কিছু লোক অনেক ধনী হবে কিন্তু অধিকাংশই গরীব হয়ে যাবে। ব্রেক্সিট সাধারণ জনগণের জন্যে মারাত্মক পরিণতি বয়ে আনবে’। ব্রিটেন ইইউতে থাকবে না, কি বেরিয়ে আসবে তা নিয়ে ২৩ জুন ব্রিটেনে গণভোট অনুষ্ঠিত হচ্ছে। সূত্র: বিবিসি
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/এসজি