
টোকিও: এশিয়ার মার্কেটে লেনদেনে ব্রিটিশ মুদ্রা পাউন্ড স্টারলিংয়ের দর আরো পতন হয়েছে। গণভোটে ইউরোপিয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তাব পাস হওয়ার পর শুক্রবার ৩২ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি ১০ ভাগ দরপতন হয় পাউন্ডের।
সোমবার এশিয়ার মার্কেটে লেনদেনে এর আরো দরপতন হয়। এশিয়ার মুদ্রা বাজারে প্রতি পাউন্ড বিক্রি হচ্ছে ১.৩৪ ডলারে। যা শুক্রবারের ক্লোসিং দর থেকেও ২.৬ ভাগ কম।
প্রতি ইউরোর বিপরিতে পাওয়া যাচ্ছে ১.২১৪৫ পাউন্ড, যা আগের চেয়ে ১.৪ ভাগ বেশি পতনের হার। এদিকে রোববারের বন্ধের পর সোমবার লেনদেন শুরু হওয়ার আগে ব্রিটেনের অর্থমন্ত্রী জর্জ অসবর্ন একটি বিবৃতি দেবেন।
মুদ্রা বাজারকে শান্ত করার জন্য ওই বিবৃতি দেবেন তিনি। গণভোটে ব্রিটেনের ইইউ ছাড়ার প্রস্তাব পাস হওয়ার পর থেকে কোন কথা বলেননি অর্থমন্ত্রী।
ব্রিটেনের ইইউ’তে থেকের যাওয়ার পক্ষে প্রচারণায় ছিলেন অসবর্ন। তিনি বলেছিলেন, ইইউ ছাড়া হবে অর্থনীতির জন্য দীর্ঘ মেয়াদে ক্ষতির কারণ। সূত্র: বিবিসি।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই