
লন্ডন: ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ইউরোপীয় ইউনিয়ন(ইইউ) থেকে ব্রিটেনের এক্সিট (ব্রেক্সিট)বা বের হয়ে আসাকে বড় ধরনের ভুল হিসেবে অভিহিত করেছেন।
সানডে টেলিগ্রাফ পত্রিকায় তিনি এক কলামে ইইউ ত্যাগ না করার জন্য ব্রিটিশদের প্রতি আহ্বান জানান। প্রথমে তিনি লেবার দলের সংসদ সদস্য জো কক্সের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন এবং ইইউ’র পক্ষে তার প্রচারণা চালানোর বিষয়টি তুলে ধরেন।
ইইউ ত্যাগ করলে ব্রিটেনকে কি ধরনের সমস্যার মুখোমুখি হতে হবে সে বিষয়ে আলোকপাত করেন তিনি।
ক্যামেরন সতর্ক করে বলেন, ইইউ গণভোটে ব্রিটেন এমন এক অস্তিত্বের লড়াইয়ের সম্মুখীন যেখান থেকে ফিরে আসার কোন উপায় থাকবে না। ব্রিটিশ প্রধানমন্ত্রী জানান, বৃহস্পতিবারের গণভোটে ইইউ ত্যাগ করা বেছে নিলে বড় ধরনের ভুল হবে। এজন্য দশকব্যাপী অনিশ্চয়তার মধ্য দিয়ে যেতে হবে।
তিনি লিখেন, আমরা কি নাইজেল ফারাজের(ডানপন্থী ব্রিটিশ রাজনীতিবিদ) দর্শন বেছে নিবো? যা ব্রিটেনকে পেছনের দিকে টেনে নিয়ে যাবে। ঐক্যবদ্ধ করার চেয়ে বিভক্ত করে ফেলবে। অথবা এর পরিবর্তে আমরা সহিষ্ণু, উদার ব্রিটেনকে বেছে নিবো যা নিজেদের সমস্যার জন্য একটি গ্রুপের লোকদের দায়ী করবে না। অতীতের জন্য আকুল হবে না। বরং আশা, ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং আত্মবিশ্বাস নিয়ে ভবিষ্যতের দিকে তাকাবে।
ক্যামেরন জানান, ইইউ থেকে বেরিয়ে গেলে ব্রিটেনের ব্যবসা ও বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে।
এদিকে কনজারভেটিভ দলের সংসদ সদস্য মাইকেল গোভ ইইউ ত্যাগের পক্ষে ভোট দেয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান। ইইউ ত্যাগ করলে ব্রিটেন আর্থিক ক্ষতির সম্মুখীণ হবে এই বিষয়টি তিনি প্রত্যাখ্যান করেন।
তিনি সানডে টেলিগ্রাফকে বলেন, ইইউ ত্যাগ করে যুক্তরাজ্য প্রগতিশীলদের বাতিঘর হিসেবে নিজেকে তুলে ধরতে পারে। তিনি জানান, ভবিষ্যতে যা ঘটবে স্বাধীন ব্রিটেন তার সঙ্গে ভালোভাবেই মানিয়ে নিতে সক্ষম হবে।
ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নে থাকবে না কি বের হয়ে আসবে তার ফয়সালা হবে ২৩ জুন অনুষ্ঠিতব্য গণভোটে। সূত্র: বিবিসি
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে