
ঢাকা: গুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার ঘটনা প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেন, ‘একদিনে এ ঘটনা ঘটেনি। এটা অনেক দিনের পুঞ্জীভূত সমস্যা। যখন ব্লগার মারা হলো, তখন তো আমরা গোড়া খুঁজতে যাইনি; গুরুত্ব দিইনি।’
গুলশান, শোলাকিয়া, সৌদি আরবের মদিনা, ফ্রান্সের নিস শহরে সন্ত্রাসী হামলা এবং বিশ্বব্যাপী সংঘটিত জঙ্গি হামলার ঘটনায় আনা নিন্দা প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে মঙ্গলবার রাতে তিনি এ কথা বলেন।
রওশন আরো বলেন, ‘কর্মসংস্থান না থাকা লোকেরাই তরুণদের বিপথে নিয়ে যাচ্ছে। ছয় লাখের লোকের কর্মসংস্থান করেছেন। এগুলো সরকারি দলের লোকেরা পেয়েছে। জনগণতো পায়নি। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে কী পড়াশোনা হচ্ছে খোঁজ নিতে হবে। একটা শিক্ষিত ছেলে জাস্ট একটা টাইম বোমা।’
বাংলাদেশের ওপর থেকে বিদেশিদের আস্থা চলে গেছে উল্লেখ করে বিরোধী দলীয় নেত্রী বলেন, ‘অনেক ফরেনার চলে গেছে। ২০টি ফ্যামিলি, আমি যেখানে থাকি সেখান থেকে চলে গেছে।’ নিজের নিরাপত্তা নিয়ে হতাশা প্রকাশ করে রওশন এরশাদ বলেন, ‘মন্ত্রীদের প্রোটেকশন জন্য পুলিশ দেওয়া হয়। এমপিদের জন্য কিছুই নেই। আমার বাড়িতে ছয় জন পুলিশ। দুজন করে আসে। প্রোটেকশন আল্লাহ ভরসা।’
নিউজনেক্সটবিডি ডটকম/এসকে