
ঢাকা: বড় ধরনের নাশকতার জন্যই উত্তরার ১৬ নম্বর সেক্টরে বৌদ্ধমন্দিরের পাশে দিয়াবাড়ি খাল থেকে উদ্ধারকৃত অস্ত্রগুলো মজুদ করা হয়েছিলো বলে জানিয়েছে পুলিশ।
শনিবার রাতে ঘটনাস্থলে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা জোনের উপ-কমিশনার বিধান ত্রিপুরা।
তিনি বলেন, নাশকতার উদ্দেশ্যেই এই বিপুল পরিমাণ অস্ত্র মজুদ করা হয়েছিলো এমনটাই মনে হচ্ছে। আমাদের ধারণা এর সঙ্গে দেশীয় ও আন্তর্জাতিক চক্র জড়িত রয়েছে।
ডিসি বিধান বলেন, সারা দেশে এক সপ্তাহের যে জঙ্গি বিরোধী সাঁড়াশি অভিযান চালানো হয়েছে তাতে ভীত হয়েই কেউ এই নির্জন জায়গায় অস্ত্রগুলো ফেলে গেছে।
এর আগে দিয়াবাড়ি খালে অভিযান চালিয়ে এক হাজার ৬০টি গুলি, ৯৭টি পিস্তল, ২৬৩টি ম্যাগজিন ও ১০টি বেয়নেট উদ্ধার করে ফায়ার সার্ভিস।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণসংযোগ বিভাগের উপ কমিশনার মাসুদুর রহমান অভিযানের বিষয়ে বলেন, শনিবার বিকালে দিয়াবাড়ির ওই খালের পাশের সড়কে তিন জন লোক একটি গাড়ি নিয়ে আসে। তারা ওই খালে একটি ব্যাগ রাখছিল। ঘটনাটি তুরাগ থানার এক কনস্টেবল দেখে ফেলেন। তিনি গাড়ি নিয়ে এগোলে তারা পালিয়ে যায়।
তিনি বলেন, ওই পুলিশ কনস্টেবল বিষয়টি তুরাগ থানার ওসিকে জানায়। এরপর ওসি সেই ব্যাগ উদ্ধার করে। পরে আরো অস্ত্র আছে কিনা সে ব্যাপরে সন্ধান করতে তিনি ফায়ার সার্ভিসকে জানান। ফায়ার সার্ভিস এসে পরে তল্লাশি অভিযান চালায়।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/জাই