
ডেস্ক: এ মৌসুমে প্রিমিয়ার ফুটবল লিগে বড় বাজেটের দল গড়েও টানা পঞ্চম হার শেখ রাসেলের। শিরোপা লড়াইয়ে থাকার আশাও বাদ দিয়েছেন কোচ মারুফ।
শেখ রাসেলের কোচ মারুফুল হক এ জন্য খেলোয়াড়দেরই দুষ দিয়ে বলেন, ‘খেলোয়াড়েরা খেলতে পারেনি। তাই হেরে গেলাম।’ টানা হারে শিরোপা লড়াইয়ে থাকার আশাও বাদ, আর এখন চ্যাম্পিয়ন হওয়ার আশা আমি বাদই দিয়েছি।’
প্রিমিয়ার ফুটবল লিগে হেরেই চলেছে দলটি। এর মধ্যে লিগের প্রথম চারটিতেই হেরে গতবারের রানার্সআপ শেখ রাসেল আরো বিপদ সীমার কাছে চলে গেছে।
প্রথমে চট্টগ্রামে উত্তর বারিধারার কাছে ১-০ গোলে হার দিয়ে নীল জার্সিধারীদের এবারের প্রিমিয়ার লিগ যাত্রা শুরু। দ্বিতীয় ম্যাচে রহমতগঞ্জের কাছে ২-০, তৃতীয় ম্যাচের চট্টগ্রাম আবাহনীর কাছে ২-১ এবং আজ ময়মনসিংহ স্টেডিয়ামে শেখ রাসেলকে চতুর্থ হারের হতাশায় ডুবিয়েছে ফেনী সকার (২-০)।
এদিকে সুযোগকে পুঁজি করে ফেনী সকারের গোল দুটি করেছেন থুরাম ফ্রাঙ্ক ও চৌম্রিন রাখাইন। শেখ রাসেলের ফরোয়ার্ডরা সুযোগ পেয়েও হেলায় হারিয়ে দলের জন্য ডেকে এনেছেন বিপদ।
নিউজনেক্সটবিডি ডটকম/হাজি