
চট্টগ্রাম: বাংলাদেশ নেভাল একাডেমীতে নৌবাহিনীর ২০১৪-বি ব্যাচের কমিশন প্রাপ্তি উপলক্ষ্যে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে অনুষ্ঠিত এই কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ বাহিনী প্রধান এডমিরাল নিজাম উদ্দিন আহমদ।
অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান বলেন, ‘নারাযণগঞ্জ ও খুলনা শিপইয়ার্ডে জাহাজ নির্মাণে সফলতা দেখিয়েছে নৌ বাহিনী, চিটাগাং ড্রাইডকেও বৃহৎ আকৃতির যুদ্ধ জাহাজ ও বাণিজ্যিক জাহাজ নির্মাণ শুরু হবে।’ এই কুচকাওয়াজ অনুষ্ঠানে ৪১জন মীডশিপম্যান বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করেন। এদের মধ্যে তিনজন প্যালেস্টইনীয়ান মীডশিপম্যান রয়েছেন।
নৌবাহিনী প্রধান কমিশন পাওয়া মীডশিপম্যানদের আকর্ষনীয় কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহন করেন।
প্রধান অতিথির বক্তেব্যে নৌবাহিনী প্রধান বলেন, ‘সমুদ্রসীমা ও এর মধ্যে থাকা সম্পদ রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালন করতে নৌবাহিনীর সদস্যদের।’
তিনি বলেন, ‘নৌবাহিনীর উপর চিটাগাং ড্রাইডক পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয়েছে, নৌবাহিনী তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বৃহৎআকৃতির যুদ্ধজাহাজ ও বাণিজ্যিক জাহাজ নির্মাণে সাফল্য লাভ করবে, এতে সামরিক ক্ষেত্রে যেমন পরনির্ভরশীলতা কমবে তেমনি প্রচুর বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।’
এডমিরাল নিজাম উদ্দিন আহমদ বলেন, ‘ব্লু ইকোনমী সরকারের অগ্রাধিকার তালিকায় স্থান করে নিয়েছে, সেই জন্য সমুদ্র সম্পদ রক্ষায় নৌবাহিনীকে আরো শক্তিশালী করার কাজ চলছে, যুক্তরাস্ট্র তেকে সংগ্রহ করা সর্ববৃহৎ যুদ্ধ জাহাজ সমুদ্র জয় এব চীন থেকে দুটি অত্যাধুনিক করভেটসহ এই সরকারের সময় ১৮টি জাহাজ ও দুটি মেরিটাইম হেলিকাপ্টার এবং দুটি মেরিটাইম এয়ার ক্রাফট যুক্ত হয়েছে, শীঘ্রই চীনে তৈরী সাবমেরিন যুক্ত হবে নৌ বহরে।’
দেশ রক্ষায় সুশৃংখলার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি সর্বোচ্চ পেশাদারিত্বের মাধ্যমে নৌবাহিনীর সুনাম বৃদ্ধি করার জন্যও নবীন মীড়শিপম্যানদের প্রতি আহবান জানান নৌ বাহিনী প্রধান।
এসময় তিনি আরো বলেন, ‘দেশ স্বাধীন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন ইতিহাস সৃষ্টি করেছেন তেমনি দেশের সমুদ্র সীমানা নিশ্চিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিহাসের অংশ হয়ে গেছেন।’
অনুষ্ঠানে উর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিদেশি দূতাবাসের প্রতিনিধি এবং মীডশিপম্যানদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
নিউজনেক্সটবিডি ডটকম/এসএন/এমএস