
ঢাকা: প্রসূন আজাদের পিছু ছাড়ছে না বিতর্ক। কোনো না কোনো ভাবেই জড়িয়ে পড়ছেন বিতর্কে। চলচ্চিত্র পরিচালক থেকে শুরু করে নাটক নির্মাতাদের সঙ্গে প্রতিনিয়তই তার এই বিবাদ লেগেই রয়েছে। কিছুদিন আগে অভিনেত্রী ও নির্মাতা রোকেয়া প্রাচীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন প্রসূন। সেই বিবাদের যের ধরেই তাকে টেলিভিশন নাট্যনির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড এক বছরের জন্য নিষিদ্ধও করেছেন।
কি ঘটে ছিল সে দিন? কেনইবা প্রসূনকে বহিষ্কার করা হলো। আর কোন ক্ষমতা বলে ডিরেক্টরস গিল্ড তাকে বহিষ্কার করলো?
কি ঘটেছিল সেদিন বিষয়টি জানতে চাইলে রোকেয়া প্রাচীর জানান, সে দিন শুটিংয়ের সময় আমাদের একটি সিকুয়েন্সের জন্য আউটডোর যাওয়ার কথা। সব ঠিক ঠাক। আমাদের টেকনিশিয়ানরা লোকেশনে পৌঁছেও গিয়েছিলো। আমি যখন প্রসূনকে বললাম যাওয়ার কথা সে বললো তার এক ভাই সঙ্গে যাবে। সে অনুযায়ী তার জন্য অপেক্ষা দুই ঘণ্টা। আমি বার বার প্রসূনকে বলার পরও প্রসুন বলে আমি ওকে ছাড়া যাবো না। আমি জানতে চাই এই ভাই কে আর সেইবা আমাদের সঙ্গে যাবে কেন জানতে চাইলে তার সঙ্গে আমার বাকবিতণ্ডা শুরু হয়। যার ফলে আমাদের শুটিং প্যাকআপ করতে হয়।
এদিকে প্রসূন আজাদকে বহিষ্কারে বিষয়ে জানতে চাইলে ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলিক নিউজনেক্সটবিডি ডটকমকে বলেন, ‘ওই দিন আসলে কি ঘটেছিলো তা আমি সঠিক জানি না। প্রাচী আপার সঙ্গে তার কথা কাটাকাটি হয়েছে তা শুনেছি। পরে ফেসবুকে বসতেই দেখি প্রসুন অকথ্য ভাষায় গালি দিয়ে স্ট্যাটাস দিয়েছে। যাতে একজন না সকল নির্মাতাদের ছোট করা হয়েছে। আমি সঙ্গে সঙ্গে প্রসূনকে কল দিয়ে তা উইড্র করার জন্য বললাম কিন্তু সে তা করেনি।
আলিক আরো বলেন, পরিচালক রোকেয়া প্রাচীর অভিযোগের পর ডিরেক্টরস গিল্ড প্রসূনের সঙ্গে যোগাযোগ করেছে। তিন দিনের সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। তিন দিন ২৮ অক্টোবর শেষ হলেও এর মধ্যে কোনো যোগাযোগ করেননি প্রসূন। বরং তার ফেসবুক থেকে এসেছে আপত্তিকর স্ট্যাটাস, এই ইন্ডাস্ট্রির সবার জন্য খুবই লজ্জার।’
কি ক্ষমতা বলে প্রসূনকে বহিষ্কার করা হলো তা জানতে চাইলে ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা অভিনেত্রী ও নির্মাতার সঙ্গে আলোচনা করে বিষয়টি নিস্পত্তি করতে চেয়েছি। এ ব্যাপারে প্রসূনকে চিঠি দেয়া হলে সে কোনো উত্তর দেয়নি। চুপ থেকেছেন। এটা সংগঠনকে অবমাননা, অশ্রদ্ধা ও গুরুত্বহীন ভাবা। পরিবর্তীতে আমার সবাই বসে এই সিদ্ধোন্ত নিয়েছি যে আগামী এক বছর ডিরেক্টরস গিল্ডের কোনো সদস্য তাকে নিয়ে প্রোডাকশন তৈরি করতে পারবেন না।
বিতর্কের বিষয়টি নিয়ে প্রসূন আজাদের সঙ্গে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
উল্লেখ, ‘স্বপ্ন সত্যি হতে পারে’নামের একটি নাটকের শুটিংকে কেন্দ্র করে নির্মাতা ও প্রযোজক রোকেয়া প্রাচীর সঙ্গে অভিনেত্রী প্রসূন আজাদের কথা-কাটাকাটি হয়। পরে দুজনই পাল্টাপাল্টি অভিযোগ করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এর জের ধরে প্রসূন আজাদের বিরুদ্ধে ১৯ অক্টোবর রোকেয়া প্রাচী অভিযোগ করেন ডিরেক্টরস গিল্ডের কাছে।
প্রতিবেদন: আসিফ আলম, সম্পাদনা: জাহিদ