
মুম্বাই: মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের ভাগ্নে আলিশা পার্কারের বিয়ে বুধবার। দাউদের বোন হাসিনার ছোট ছেলে আলিশা। বিয়ের অনুষ্ঠানটি যাতে মামা দাউদ পাকিস্তান থেকে স্কাইপে দেখতে পারেন সেজন্য ইতিমধ্যে সব আয়োজন শেষ করেছে পরিবারটি।
বুধবার সকালে দক্ষিণ মুম্বাইয়ের রাসুল মসজিদে বিয়ে করবেন আলিশা। আর অনুষ্ঠান হবে সন্ধ্যায় জুহুর টিউলিপ স্টার হোটেলে। নির্মান ব্যবসায় জড়িত আলিশা বিয়ে করছেন আয়েশা নাগানি নামের এক তরুণীকে।
পরিবারের সূত্রে জানা গেছে, বিয়ের একটি বড় আয়োজনের কথা ছিল, কারণ হাসিনার একমাত্র জীবিত ছেলে আলিশা। ২০০৬ সালে হাসিনার বড় ছেলে দানিশ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ২০১৫ সালে আলিশার বোন উমায়রার বিয়ের আয়োজনেও কোনো কমতি ছিল না। ওই বছরই তাদের মা হাসিনা মারা যান।
সূত্রটি আরো জানায়, বিয়ে এবং পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠান যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় সেটা নিশ্চিত করার জন্য মুম্বাইয়ে তার লোকদের নির্দেশ দিয়েছেন দাউদ। এদিকে, বিয়ের অনুষ্ঠানে অতিথি ও দাউদের সহযোগীদের ওপর নজর রাখতে কাজ করছে পুলিশ।
মুম্বাই পুলিশের অপরাধ শাখার এক কর্মকর্তা জানান, বিয়ের অনুষ্ঠানে প্রতিদ্বন্দ্বী গ্যাংস্টার গ্রুপের শান্তি বিনষ্ট করার সম্ভাবনা থাকায় এটি নজরে রাখা হবে। বিয়েতে দাউদের ভাই ইকবাল কাসকার, বোন জাইতুন ও ফারজানা এবং তাদের স্বামীদেরও উপস্থিত থাকার কথা রয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদন- আইরিন রবি, সম্পাদনা- সাইফুল ইসলাম, ফারহানা করিম