
খাগড়াছড়ি: ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) কেন্দ্রীয় তিন নেতার মুক্তির দাবিতে ব্যাপক ভাঙচুরের মধ্য দিয়ে খাগড়াছড়িতে পালিত হচ্ছে সড়ক অবরোধ।
জেলা শহরসহ বিভিন্ন উপজেলা সদরে হালকা যান চলাচল করলেও সকাল-সন্ধ্যা এ অবরোধে খাগড়াছড়ির সঙ্গে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পূর্ব ঘোষণা ছাড়াই এ অবরোধের ফলে জনভোগান্তি চরমে পৌঁছেছে। সবচেয়ে বেশি দুর্ভোগ পোয়াচ্ছে জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীরা।
এদিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের বাইল্যাছড়ি ও দশ নম্বর এলাকায় একাধিক যাত্রীবাহী বাসে ভাঙচুর চালিয়েছে অবরোধ সমর্থক পিসিপির নেতাকর্মীরা। এ অবস্থায় জেলাজুড়ে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। শহর ও শহরের বাইরে গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এছাড়া বাড়ানো হয়েছে সেনা ও বিজিব টহল।
উল্লেখ্য, একাধিক মামলার আসামি পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিপুল চাকমাকে ২৩ অক্টোবর পানছড়ি থেকে পুলিশ আটক করে। এছাড়া জেলা শহরের স্বনির্ভরে ইউপিডিএফ কার্যালয়ে বুধবার সংবাদ সম্মেলন শেষে আটক করা হয় সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতি বিনয়ন চাকমা ও সাংগঠনিক সম্পাদক অনিল চাকমাকে। এ ঘটনার প্রতিবাদে ও আটক তিন নেতার নিঃশর্ত মুক্তির দাবিতে ওই দিন সন্ধ্যায় খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করে পাহাড়ি ছাত্র পরিষদ।
গ্রন্থনা ও সম্পাদনা: আবু তাহের