
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ভাড়া না দিতে পারায় ভাড়াটিয়াকে মারধরের মামলায় গ্রেপ্তার বাড়িওয়ালা নূর আক্তারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ বুধবার এই আদেশ দেন।
ভাড়াটে দম্পতির অভিযোগ, করোনা পরিস্থিতিতে বাড়ি ভাড়া দিতে না পারায় তাদের বের করে দেওয়া হয়।
ভাড়াটিয়াকে বাসা থেকে বের করে দেওয়া এবং মারধরের মামলায় গ্রেপ্তার বাড়িওয়ালা নূর আক্তারকে মঙ্গলবার রাতে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে র্যাব। বুধবার তাঁকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে পাঁচদিন রিমান্ডে নেওয়ার আবেদন করে কলাবাগান থানা-পুলিশ। উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত বাড়িওয়ালা নূর আক্তারকে রিমান্ডে নেওয়ার আবেদন নামঞ্জুর করেন এবং তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত বছরের ডিসেম্বর মাসে পান্থপথ এলাকার পাঁচতলা একটি বাসার নিচতলায় ভাড়া নেন সেলিম ও কুলসুম বেগম দম্পতি। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আর্থিক সঙ্কটে পড়ে গত মার্চ মাসের ভাড়ার টাকা দিতে পারেননি। যে কারণে গত ১৮ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে তাদের বাসা থেকে বের করে দেন। তখন নূর আক্তার নিজে ৯৯৯ তে ফোন দেন।