
ঢাকা: সামাজিক সুরক্ষা খাতে হিজড়া, বেদে এবং অনগ্রসর গোষ্ঠীর ভাতা বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট অধিবেশনে তিনি এ প্রস্তাব করেন।
অর্থমন্ত্রী বলেন, হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে তাদের ভাতা ৫০০-টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকা প্রস্তাব করা হয়েছে। এছাড়া বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ভাতা ৪০০ টাকা থেকে ৫০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে।
বয়স্ক ভাতাভোগীদের সংখ্যা ৫ শতাংশ বৃদ্ধি করে ৩১ লাখ ৫০ হাজারে এবং ভাতার হার ১০০ টাকা বৃদ্ধি করে ৫০০ টাকা করা হবে বলেও জানান মন্ত্রী।
তিনি আরো জানান, ‘বিধবা স্বামী নিগৃহীতা, দুস্থ মহিলার ভাতার হার ১০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। ভাতা ভোগী সংখ্যা ১১ লাখ ৫০ হাজার করা হবে। আর মাতৃত্বকালীন ভাতাভোগীর সংখ্যা প্রায় ৯০ শতাংশ থেকে বাড়িয়ে পাঁচ লাখ করা হবে।
দেশের সব পৌরসভায় কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা কর্মসূচি সম্প্রসারণের মাধ্যমে মোট এক লাখ ৮০ হাজার ৩০০ জন দরিদ্র মাকে এ ভাতার আওতায় আনা হবে।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/জাই