
ডেস্ক: ‘ভারত আমার দেশ, বাংলাদেশের মতো একটি উগ্র মৌলবাদী দেশ আমার দেশ হতে পারে না’ বলে মন্তব্য করেছেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। ভারতের গোয়ায় আয়োজিত ইন্ডিয়া আইডিয়াস কনকালেভ- ২০১৬’র আলোচনাসভায় এই মন্তব্য করেছেন বলে জানিয়েছে ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভি।
তিনি বলেছেন, “হাজার বছর ধরেই বিশাল ভারত সমস্ত ধর্ম-বর্ণের লোকদের নিঃসংকোচে জায়গা দিয়েছে। গৃহহীন মানুষের জন্য ভারত এক উদার আশ্রয়। ১৯৯৪ সালে দেশত্যাগ করায় এ দেশ আমাকে আশ্রয় দিয়েছে। তাই ভারতই আমার দেশ। বাংলাদেশ নয়।”
বাংলাদেশে খুব শিঘ্রই উদার ধর্মীয় নিরপেক্ষতাবাদ এবং সুষ্ঠু গণতন্ত্রের বিকাশ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তসলিমা।
তিনি সাম্প্রতিক সময়ে নাসিরনগর হিন্দু পরিবারের ওপর হামলা করার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। তিনি তার ফেসবুকে লিখেছিলেন, “বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান বাংলাদেশের নাগরিকদের মারধর করেছে, তাদের মন্দির ভেঙ্গেছে, বাড়িঘর লুঠ করেছে, সহায় সম্পত্তি নষ্ট করেছে। নাগরিকরা মুসলমানদের ভয়ে কুঁকড়ে আছে। আমার প্রথম প্রশ্ন, বাংলাদেশের ধর্মপ্রাণ সরকার কোন পক্ষ নিচ্ছেন, বর্বর মুসলমানদের পক্ষ, নাকি অসহায় আতঙ্কিত নিরাপরাধ নাগরিকদের পক্ষ? আমার দ্বিতীয় প্রশ্ন, নাগরিকদের কি সরকার নিরাপত্তা দিচ্ছেন? তৃতীয় প্রশ্ন, ক্ষতিগ্রস্ত নাগরিকদের ক্ষতিপূরণ কি দিয়েছেন সরকার? এখনো না দিয়ে থাকলে কবে দেবেন?”
গ্রন্থনা: ময়ূখ ইসলাম, সম্পাদনা: মাহতাব শফি