
রিও ডি জেনিরো: প্রথমবার অলিম্পিক খেলতে নেমে ভারতকে রুপা এনে দিলেন ব্যাডমিন্টনের শাটলার পিভি সিন্ধু। এটি এ বছর ভারতের দ্বিতীয় পদক। এর আগে ব্রোঞ্জ পদক জিতেছেন মহিলা কুস্তিগীর সাক্ষী মালিক।
তারপর এবার রুপা নিয়ে এলেন ব্যাডমিন্টনের পিভি সিন্ধু। শুক্রবার নারীদের ব্যাডমিন্টনে বিশ্বের এক নম্বর তারকা স্পেনের ক্যারোলিনা ম্যারিনের কাছে হেরে রুপা পদক জেতেন তিনি। এর মধ্য দিয়ে ভারতের অন্যতম তারকা খেলোয়াড়ে পরিণত হলেন প্রথমবার অলিম্পিকে খেলতে যাওয়া শাটলার সিন্ধু।
তার রুপা নিয়ে রিও অলিম্পিকে ভারতের পদক হলো দুটি। অন্যটি জিতেছেন আরেক নারী সাক্ষী। ভারতের চতুর্থ অলিম্পিয়ান হিসেবে রুপার পদক পেলেন সিন্ধু। তার আগে শুটার রাজ্যবর্ধন সিং, বিজয় কুমার ও কুস্তিগীর সুশীল কুমার ভারতের হয়ে রুপা জিতেছিলেন অলিম্পিকে।
রুপার পদক জেতার পর সিন্ধু বলেন, ‘আমি মেঘের ভেলায় ভাসছি। জানি সবকিছু এখন অন্যরকম হয়ে যাবে (তারকা খ্যাতি পাওয়া)।’ ২১ বছর বয়সী সিন্ধু বলেন, ‘আমি কখনো ভাবিনি এমনটি জিততে পারবো। আমি মেঘের বেলায় ভাসছি। এটা অন্যরকম অনুভূতি।’
ব্যাডমিন্টন ফাইনালের প্রথম সেটে সোনাজয়ী ম্যারিনকে ২১-১৯ সেটে পরাজিত করেন সিন্ধু। তারপর ২১-১২ ও ২১-১৫ সেটে স্পেনের ম্যারিনের কাছে হেরে যান তিনি। ম্যারিনও প্রথমবারের মতোই অলিম্পিকে খেলতে এসে সোনা নিয়ে ফিরলেন।
অলিম্পিকে রুপা জিতে অভিনন্দনের বন্যায় ভাসছেন সিন্ধু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংসহ অনেকে সিন্ধুকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন। টুইটে অভিনন্দনের ধারা অব্যাহত রয়েছে। সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদন ও সম্পাদনা: সাইফুল ইসলাম