ধোনি-কোহলিদের নতুন কোচ কুম্বলে

ঢাকা: সব হিসেব-নিকেশ চুকিয়ে সাবেক অধিনায়ক অনিল কুম্বলেকেই বেছে নিলেন ভারত ক্রিকেট দলের নির্বাচক কমিটি। ৪৫ বছর বয়সী কুম্বলে আগামী জুলাই-আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই দলের দায়িত্ব নেবেন। আপাতত এক বছরের জন্যই দায়িত্ব দেয়া হয়েছে তাকে।
বৃহস্পতিবার সৌরভ গাঙ্গুলী, শচীন টেন্ডুলকার ও ভিভিএস লক্ষ্মণের কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। কুম্বলে ছাড়াও ভারতীয় দলের কোচ হতে আগ্রহী ছিলেন রবি শাস্ত্রীসহ মোট ৫৭ জন।
কিন্তু তিন সাবেক ক্রিকেটারের কমিটি শেষ পর্যন্ত বেছে নিলেন কুম্বলেকেই। কমিটির সিদ্ধান্ত মেনেও নিয়েছে বিসিসিআই। কুম্বলে ১৩২টি টেস্ট খেলে ৬১৯ উইকেট, ২৭১টি ওয়ানডে খেলে ৩৩৭ উইকেট এবং ৫৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৫৭টি উইকেট নেন। তিনি ভারতীয় দলের অন্যতম সফল বোলার ছিলেন। এবার কোচ হিসেবে তিনি কেমন করেন সেটাই এখন দেখার।
নিউজনেক্সটবিডি ডটকম/এমআই/টিএস