
ঢাকা: বাংলাদেশের সঙ্গে ভারতের ভিসা জটিলতা কোনোভাবেই যেন মিটতে চাইছে না। এক দিকে আলোক বিন্দু দেখা দেয়তো অন্যদিকে থাকে অন্ধকার।
সেই আঁধার থেকে বেরিয়ে আসতে এবার ঢাকায় ১১দিন ব্যাপি শুরু হয়েছে ‘ভারতীয় ভিসা মেলা’।
রাজধানীর বারিধারায় ভারতীয় দূতাবাসের উদ্যোগে শনিবার থেকে শুরু হয়েছে মেলা । বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করতে এ মেলার আয়োজন করা হয়েছে বলে ভারতীয় দূতাবাস জানিয়েছে।
শুধুমাত্র যারা ট্যুরিস্ট ভিসায় ভারত ভ্রমণে যেতে চান তাদের কাছ থেকে সরাসরি আবেদন সংগ্রহ করা হচ্ছে।
সরেজমিন দেখা গেল সকাল থেকে ভারতীয় দূতাবাসের বাইরে লম্বা লাইন ধরে ভিসা প্রার্থীরা আবেদন পত্র জমা দিচ্ছেন।
জানা গেছে, দূতাবাস কর্তৃপক্ষ আবেদনকারীদের কাছ থেকে শুধুমাত্র ৬শ’ টাকা ভিসা ফি সংগ্রহ করছেন। অতিরিক্ত কোন ফি নেয়া হচ্ছে না। পরিবারের পক্ষে (স্ত্রী, ছেলে ওে মেয়ে) একজন পাসপোর্ট নিয়ে সবার আবেদন পত্র জমা দিতে পারছেন।
মেলা চলাকালীন প্রতিদিন গড়ে ৪ থেকে ৫ হাজার ভিসা দেয়া হবে বলে জানা গেছে।
নিউজনেক্সটবিডি ডটকম/এফআর