
অনলাইন ডেস্ক : নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা রাখেন।
শনিবার (১৪ জানুয়ারি) ভারতের জাতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে এসব জানান বরাবর বিজেপি বিরোধী এই অর্থনীতিবিদ।
অমর্ত্য সেন বলেন, ২০২৪-সালের লোকসভা নির্বাচনে আঞ্চলিক দলগুলো ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। ডিএমকে ভীষণ গুরুত্বপূর্ণ, তৃণমূল ভীষণ গুরুত্বপূর্ণ। সমাজবাদী পার্টিরও শক্তি আছে।
তবে এসব সদণ কতদূর যাবে সেটা জানেন না এমন কথা জানিয়ে নোবেল জয়ী বলেন, বিজেপি ভারতের দৃষ্টিভঙ্গিকে সীমাবদ্ধ করে দিয়েছে।
তিনি আরও যোগ করেন, ভারত সম্পর্কে ধারণাটাকে এরা এত সংকীর্ণ করে দিয়েছে যে এখন ভারতকে শুধু হিন্দু ভারত বা হিন্দি বলয়ের ভারত হিসাবে দেখা হচ্ছে।
বিশ্বের অন্যতম শীর্ষ এই অর্থনীতিবিদ আরও বলেন, বিজেপি বিরোধী দলগুলো একত্রিত হতে পারবে না, এমন কোনো তথ্য আমার জানা নেই।
তবে একই সঙ্গে তিনি মেনে নিয়েছেন, একা কংগ্রেসের পক্ষে আর বিজেপিকে হারানো সম্ভব নয়। কারণ কংগ্রেস অনেক দুর্বল হয়ে গেছে।
বামমনস্ক অমর্ত্য সেন স্পষ্ট করেই বললেন, মমতার প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা নেই, এমনটা একেবারেই নয়। আমার মনে হয় মমতা ভীষণভাবেই যোগ্য।
তবে নোবেলজয়ী অর্থনীতিবিদ বলেছেন, একই সঙ্গে এটা এখনও প্রতিষ্ঠিত হয়নি যে, বিজেপির বিরুদ্ধে যে জনরোষ তৈরি হয়েছে, মমতা সেটাকে কাজে লাগিয়ে সবাইকে এক করতে পারবেন।