Monday, July 4th, 2022
‘ভারতের ভিসা আরো সহজ হবে’
July 31st, 2016 at 9:06 pm
‘ভারতের ভিসা আরো সহজ হবে’

ঢাকা: ভারতের ভিসা আরো সহজ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘ভারতের ভিসা সহজ করার অনুরোধ করা হয়েছিল। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মত প্রকাশ করেছেন, ভিসা আরও সহজ করার বিষয়ে তিনি ব্যবস্থা নেবেন।’

ভারত সফর শেষে দেশে ফিরে রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,’ভারতে বহু বাংলাদেশি প্রতিদিন স্বজনদের সঙ্গে দেখা করতে, চিকিৎসার জন্য, লেখাপড়া করার জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, দর্শনীয় জায়গা দেখার জন্য গমন করেন। তাই দেশটির ভিসা আরো সহজ করার অনুরোধ করা হয়েছিল।’

তিনি বলেন, ‘জ্যেষ্ঠ নাগরিক (যাদের বয়স ৬৫ এবং তার বেশি) এবং মুক্তিযোদ্ধাদের ভিসা আরও সহজ করারও প্রস্তাবেও ভারতের কর্মকর্তারা রাজি হয়েছেন। মুক্তিযোদ্ধা ও সিনিয়র সিটিজেনদের ভিসার মেয়াদ ৫ বছর করার প্রস্তাব দেওয়া হয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বেনাপোল দিয়ে কেউ ভারতে ঢুকে চিকিৎসা নিল, পরে চিকিৎসকের পরামর্শে তাকে বিমানে আসতে হচ্ছে। কিন্তু এ বিষয়ে ভারতের কিছু সীমাবদ্ধতা থাকায় তা সম্ভব নয়। এই সীমাবদ্ধতা শিথিল করারও প্রস্তাব দেওয়া হয় আমাদের পক্ষ থেকে এবং এই বাধ্যবাধকতাও থাকবে না বলে ভারত সরকার আশ্বস্ত করেছে।’

সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান খান বলেন, ‘ভারত বারবার আমাদের বলছে, তারা সব সময় আমাদের পাশে থাকবে। যে কোনো সমস্যায়, সে কোনো সময়। সুদিন-দুর্দিন সব সময় ভারত সরকার আমাদের পাশে থাকবে।’

বহিঃসমর্পণ চুক্তির বিষয়ে তিনি বলেন, ‘আমরা যাদের নাম দিয়েছি, ভারত সেগুলোর ব্যবস্থা করবে এবং খুব শিগগিরই আমাদের কাছে হস্তান্তর করবে।’ তালিকায় কত জনের নাম রয়েছে- জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘ফিগারটা (সংখ্যাটি) এই মুহূর্তে মনে নেই।’

চুক্তি সংশোধনের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘ভারত সরকার থেকে আমাদের জানিয়েছিল এই সংশোধন না হলে তারা অনেককে দিতে পারছে না এবং আমরাও তাদের যে প্রয়োজন, সেগুলোকে দিতে পারছি না। এখন যে কেউ অপরাধী আমাদের দেশে হোক কিংবা সে দেশে হোক। অপরাধ যদি সংগঠিত হয় এবং তার নামে যদি ওয়ারেন্ট ইস্যু হয় কোনো কোর্টের মাধ্যমে। তাহলে আমরা যেমন তাকে ফেরত দেব, তারাও তেমনিভাবে ফেরত দেবে।’

নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস


সর্বশেষ

আরও খবর

সংসদে ৬,৭৮,০৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাব

সংসদে ৬,৭৮,০৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাব


আ’লীগ নেতা বিএম ডিপোর একক মালিক নন

আ’লীগ নেতা বিএম ডিপোর একক মালিক নন


চীনের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ

চীনের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ


ভোজ্যতেল ও খাদ্য নিয়ে যা ভাবছে সরকার

ভোজ্যতেল ও খাদ্য নিয়ে যা ভাবছে সরকার


তৎপর মন্ত্রীগণ, সীতাকুণ্ডে থামেনি দহন

তৎপর মন্ত্রীগণ, সীতাকুণ্ডে থামেনি দহন


অত আগুন, এত মৃত্যু, দায় কার?

অত আগুন, এত মৃত্যু, দায় কার?


যে গল্প এক অদম্য যোদ্ধার

যে গল্প এক অদম্য যোদ্ধার


আফগান ও ভারতীয় অনুপ্রবেশ: মে মাসে আটক ১০

আফগান ও ভারতীয় অনুপ্রবেশ: মে মাসে আটক ১০


সীমান্ত কাঁটাতারে বিদ্যুৎ: আলোচনায় বিজিবি-বিজিপি

সীমান্ত কাঁটাতারে বিদ্যুৎ: আলোচনায় বিজিবি-বিজিপি


চালের বাজার নিয়ন্ত্রণে কঠোর সরকার

চালের বাজার নিয়ন্ত্রণে কঠোর সরকার