
ঢাকা: বাংলাদেশ সফরে এসেছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির পুত্র ও লোকসভার সদস্য অভিজিৎ মুখার্জি। শনিবার সকাল ১১টায় তিনি জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে দেখা করবেন। সংসদ সচিবালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
এদিকে অভিজিৎ মুখার্জি শুক্রবার সকালে তিন দিনের সফরে বাংলাদেশে আসেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহজাবিন খালেদ এমপি।
বিকেলে ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন-কালে জাতির পিতার প্রতিকৃতির সামনে নীরবে দাঁড়িয়ে থেকে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন অভিজিৎ মুখার্জি । এ সময়ে তিনি বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর পরিদর্শন করেন, বিভিন্ন গ্যালারি ঘুরে ঘুরে দেখেন এবং মন্তব্য বইতে স্বাক্ষর করেন।
পরিদর্শন-কালে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান এবং সিও মাশকুরা হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দি প্রমুখ উপস্থিত ছিলেন ।
এর আগে অভিজিৎ মুখার্জি মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেন। মুক্তিযুদ্ধ যাদুঘর পরিদর্শন কালে অভিজিৎ মুখার্জি বিভিন্ন গ্যালারী ঘুরে ঘুরে দেখেন। তিনি স্মৃতিচারণ করে বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তার ঠাকুরদা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।’
ভারত-বাংলাদেশের কথা বলতে গিয়ে অভিজিৎ বলেন, ‘দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনেক ভাল এবং আগের চেয়ে অনেক উন্নত। ভবিষ্যতে সম্পর্ক আরো উন্নত হবে।’ এ সময় মুক্তিযুদ্ধ যাদুঘরের সদস্য সচিব জিয়া উদ্দিন তারিক আলী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এটি বাংলাদেশে অভিজিৎ মুখার্জির তৃতীয় সফর।
নিউজনেক্সটবিডি ডটকম/এসকে