
নয়াদিল্লি: ভারতের ৭০তম স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে মহাসমারোহে। কুচকাওয়াজ ও বিভিন্ন মনমাতানো প্রদর্শনীর মাধ্যমে উদযাপন করা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ ভারতের স্বাধীনতা দিবস।
সোমবার সকালে দিল্লিতে স্বাধীনতা দিবসের ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানের বেলুচিস্তানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। মোদিকে সমর্থন করায় ওই কৃতজ্ঞাতা জানান তিনি।
নিজের ভাষণে মোদি বলেন, ‘আমি আপনাদেরকে বলতে চাই বেলুচিস্তান, গিলগিট ও পাকিস্তান শাসিত কাশ্মিরের মানুষদেরকে বিশেষ ধন্যবাদ জানাতে চাই আমি। যেভাবে তারা আমার প্রতি সমর্থন জানিয়েছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ।’
মোদি বলেন, ‘এই মানুষদের আমি কখনো দেখিনি। ওইসব জায়গাও আমি কখনো দেখিনি। তারপরও তারা আমাকে ধন্যবাদ জানিয়েছেন।’
এ সময় পেশোয়ারের একটি স্কুলে তালেবানের হামলায় ১৩২ জনের প্রাণহানির ঘটনায় ভারত বিধ্বস্ত হয়ে পড়েছিল বলে উল্লেখ করেছেন মোদি। ২০১৪ সালে স্কুলে হামলার ওই ঘটনা ঘটে।
এই প্রথম স্বাধীনতা দিবসের বক্তব্যে ভারতের কোন প্রধানমন্ত্রী প্রতিবেশী দেশের সমস্যায় আক্রান্ত ও দমন-পীড়ন এবং সহিংসতা কবলিত অঞ্চলের নাম নিলেন। এটিকে পাকিস্তানের প্রতি ভারতের সতর্কবার্তা হিসেবে মনে করছে দেশটির মিডিয়া।
এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমস বলছে পাকিস্তানের মানবাধিকার লঙ্গনের প্রতি একহাত নিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।
নিজের স্বাধীনতা দিবসের বক্তব্যে মোদি বলেছেন, ‘আমাদের মন্ত্র হচ্ছে সংস্কার, কাজ ও রুপান্তর। আজকের দিনে আমরা স্বরাজ বা স্বাধীনতা থেকে সুশাসনের দিকে প্রত্যাবর্তন করবো। যার অর্থ হচ্ছে ভারতের নাগরিকদের জীবনে মানসম্মত ও ইতিবাচক পরিবর্তন নিয়ে আসা।’
সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমস।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই